বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeপ্রশাসনধর্ষকদের ছাড় না দেয়ার প্রত্যয় পুলিশের

ধর্ষকদের ছাড় না দেয়ার প্রত্যয় পুলিশের

বাংলাদেশ প্রতিবেদক: নারী নির্যাতন ও ধর্ষণের সঙ্গে জড়িতদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পুলিশ। নারী নির্যাতন বিরোধী সমাবেশ থেকে এ ঘোষণা দেয় তারা। একই সঙ্গে প্রত্যেকে প্রত্যেক জায়গা থেকে সচেতন হয়ে অপরাধীদের আইনের আওতায় আনতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে পুলিশ।

আজ শনিবার (১৭ অক্টোবর) সারাদেশসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিট পুলিশিং-এর জনসচেতনতামূলক সমাবেশ থেকে এ কথা বলেন তারা।

পুলিশের প্রতি সমাজের মানুষের আস্থার জায়গা তৈরি ও অপরাধীদের কোনভাবেই ছাড় না দেয়ার প্রত্যয় ব্যক্ত করতেই এই সমাবেশ।

ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে দেশব্যাপী ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ করেছে বাংলাদেশ পুলিশ।

রাজধানীর বিভিন্ন প্রান্তেও অনুষ্ঠিত হয় এই প্রতিবাদ সমাবেশ। যেখানে অংশ নেন পুলিশ বাহিনীর সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। নারী নির্যাতনের বিরুদ্ধে প্রত্যেকের অবস্থান ছিলো সুস্পষ্ট।

রমনার ডিসি সাজ্জাদুর রহমান হুঁশিয়ারী দিয়ে বলেন, অপরাধীদের সর্বোচ্চ শাস্তির বিধান বাস্তবায়ন করা হবে।

সামাজিক অপরাধ ও নির্যাতনের বিরুদ্ধে পুলিশ জনগণের পাশে থেকে কাজ করবে বলেও প্রত্যয় ব্যক্ত করেছে পুলিশ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments