মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
Homeসারাবাংলাজয়পুরহাটে দুই অস্ত্র ব্যবসায়ীর বিভিন্ন মেয়াদে কারাদন্ড

জয়পুরহাটে দুই অস্ত্র ব্যবসায়ীর বিভিন্ন মেয়াদে কারাদন্ড

শফিকুল ইসলাম: জয়পুরহাটের পাঁচবিবিতে অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া মামলায় আদালত দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডের আদেশ দিয়েছেন। বুধবার দুপুরে ভারপ্রাপ্ত জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম সারোয়ার এ আদেশ দেন। নীলফামারী সদর উপজেলার কিশমতদলুয়া গ্রামের আব্দুল গণির ছেলে শাকিল (৩১) কে ১০ বছর এবং জয়পুরহাট সদর উপজেলার দস্তপুর তাজপুর গ্রামের মৃত খাজামুদ্দিনের ছেলে ছানোয়ার হোসেন (৩৫) কে ৭ বছরের আদেশ দেন। আদালত সুত্রে জানা যায়, ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রাধাবাড়ী তিনমাথা মোড়ে ওই দুই যুবক একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিন বিক্রির উদ্যের্শে বসে ছিলেন। এমন সংবাদ পেয়ে সে সময় পাঁচবিবি থানার পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রসহ তাদেরকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান। দীর্ঘ সময় মামলা পরিচালনার পর গতকাল বুধবার ভারপ্রাপ্ত জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারিক হাকিম গোলাম সারোয়ার এ আদেশ দেন। জয়পুরহাট জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল জানান, আসামী দুজনের মধ্যে ছানোয়ার হোসেন পলাতক রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments