শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাউপজেলা পরিষদ নির্বাচন: উল্লাপাড়ায় আ'লীগের বর্ধিত সভায় ভোট গ্রহণ

উপজেলা পরিষদ নির্বাচন: উল্লাপাড়ায় আ’লীগের বর্ধিত সভায় ভোট গ্রহণ

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নের জন্য তৃণমূল পর্যায়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অধ্যপক ইদ্রিস আলী ১৮২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস এতে প্রধান অতিথি ছিলেন। বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন, উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম। মনোনয়নের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ৪ জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ৪ জন এবং ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে প্রার্থী ছিলেন ২ জন। এ বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সভাপতিত্ব করেন। জানা যায় চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা অধ্যাপক ইদ্রিস আলী পেয়েছেন ১৮২, সাবেক সংসদ সদস্য ও যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি পেয়েছেন ১২৭, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন হাবিব পেয়েছেন ৫৫ এবং মুক্তিযোদ্ধা চৌধুরী ইফতেখার মবিন পান্না পেয়েছেন ১১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদক রিবলী ইসলাম কবিতা পেয়েছেন ১৮০, লাভলী পারভীন পেয়েছেন ১১১, আফরোজা ইয়াসমিন পেয়েছেন ৫৫ এবং সুমাইয়া পেয়েছেন ২১ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনিরুজ্জামান পান্না পেয়েছেন ৩৭০ এবং অপর প্রার্থী সাহেব আলী পেয়েছেন ০৬ ভোট। তৃণমূল পর্যায়ে এই নির্বাচনে মোট ভোটার ছিল ৪০৮ জন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments