মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নারীর মৃত্যু, স্বজনদের হামলা

রায়পুরে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নারীর মৃত্যু, স্বজনদের হামলা

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রায়পুরে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এক বৃদ্ধ নারীর (৬০) মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এতে উত্তেজিত হয়ে হামলা চালিয়ে ৫ জনকে পিটিয়ে আহত করেছে রোগীর স্বজনরা। পরে পুলিশ খবর পেয়ে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৯ টার সময় শহরের সরকারি হাসপাতালের সামনে নতুন গড়ে ওঠা জনসেবা (প্রাঃ) হাসপাতালে। এঘটনায় পুলিশ ২ জনকে আটক করে থানায় নিয়ে যায়।।
মৃত বৃদ্ধের পুত্রবধু পারভীন বেগম বলেন, বিকাল ৫ টার সময় হাত-পা জ্বালা যন্ত্রনায় বৃদ্ধ শাশুরি সকিনা বেগমকে জনসেবা হাসপাতালের ডাক্তার নাজমুল হাসানের কাছে নিয়ে আসি। কিন্তু ডাক্তারের পিয়ন মোঃ ফরহাদ ও হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের রোগিকে লম্বা সিরিয়াল একটু পরে ডাক্তার দেখিয়ে দিব এ বলে ৪ ঘন্টা সময় কালেক্ষেপন করে একটি কক্ষে শুইয়ে রাখে। পরে ডাক্তার গিয়ে দেখেন ওই বৃদ্ধ নারী হ্রদ যন্ত্রক্রীড়া বন্ধ হয়ে মারা যান। এতেই উত্তেজিত হয়ে স্বজনরা হাসপাতালে ঢুকে অভিযুক্ত ওই পিয়নসহ ৫ জনকে বেদম মারধর করে হাসপাতাল কর্তৃপক্ষের বিচারদাবি জানান। এঘটনায় ডাক্তার নাজমুল হাসান বলেন, এ বৃদ্ধ আমার পুরোনো রোগী। অনেক রোগীর(১২জন) ভীর থাকায় দেখতে পারিনি। আমার পিয়ন গুরুত্ব দিয়ে বললে হয়তো বাঁচানো যেত। আমি রোগীর কাছে যাওয়ার আগেই মারা যান।
রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান বলেন, ঘটনার সাথে সাথে ওসি তদন্তকে পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। উভয় পক্ষকে নিয়ে মিমাংশার চেষ্টা চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments