শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাসুন্দরগঞ্জের খেঁয়াঘাটে কাঁঠেরব্রিজ নির্মাণের উদ্যোগ

সুন্দরগঞ্জের খেঁয়াঘাটে কাঁঠেরব্রিজ নির্মাণের উদ্যোগ

আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় অবস্থিত রামডাকুয়া খেঁয়াঘাটে তিস্তার শাখা নদীর উপর কাঁঠেরব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন এলাকাবসি। এ লক্ষ্যে গতকাল বিকেলে উক্ত খেঁয়াঘাটে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় কাঁঠেরব্রিজ নির্মাণের জন্য স্থানীয়ভাবে আর্থিক যোগান ও তদারকির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলার বেলকা ইউনিয়ন আ’লীগে সাধারন সম্পাদক মজিবর রহমান মজির নেতৃত্বে অনুষ্ঠিত তাৎক্ষনিক সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন- বেলকা ইউপি সদস্য রিয়াজুল হক, ডাঃ ফয়জার রহমান, আনোয়ারুল ইসলাম, শুকুর আলী, আব্দুল হাকিম, হাফিজার রহমান, কফিল উদ্দিন, ইউসুফ আলী, ডাবলু মিয়া, নাজির হোসেনসহ আরো অনেকেই। স্বাধীনতা পরবর্তী ৪৮ বছরেও উক্ত স্থানে একটি ব্রিজ নির্মাণ না করায় বেলকা ইউনিয়নের, পঞ্চানন, কিশামত সদর, বেলকা নবাবগঞ্জ, বেকরির চর, রামডাকুয়া জিগাবাড়ীর চর, রহমতের চর, বিরোহীমের চর, লাটশালার চর, হরিপুর, কাশিম বাজার, কুড়িগ্রাম জেলা সদর ও জেলার উলিপুর, চিলমারি, রাজিবপুর, রৌমারী, ফুলবাড়ীর বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের সঙ্গে প্রত্যহ শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বানিজ্য, হাট-বাজারসহ নানাবিধ প্রয়োজনে হাজার হাজার মানুষ চরম বিড়ম্বনায় ভুগছেন। বর্ষাকালে জনগুরুত্বপূর্ণ তথা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সঙ্গে কুড়িগ্রাম জেলার যোগাযোগ রক্ষার্থে এসব মানুষের দূর্ভোগ লাঘবে খেঁয়ার পরিবর্তে স্থানিয়ভাবে কাঁঠেরব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এলাকাবাসি। এব্যপারে সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল্লাহ্ধসঢ়;্ধসঢ়;- আল- মামুন বলেন, স্থানিয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে রামডাকুয়া নামক স্থানে তিস্তার শাখা নদীর উপরে ব্রিজ নির্মাণের লক্ষ্যে প্রায় ৮ কোটি টাকা বরাদ্দ হয়েছে। বিশেষ কোন কারণে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কাজের শুরু কিছুটা বিলম্ব। সুন্দরগঞ্জে ফেইসবুকে প্রেম অতঃপর…(!) আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধর সুন্দরগঞ্জের হিসাব বিজ্ঞানে মাস্টাস দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত এক ছাত্রীর সঙ্গে ফেইসবুকে প্রেম করে ৮ লাখ টাকা মহরানা ধার্যে বিয়ে রেজিস্ট্রীর ৮ দিন পর অবশেষে বিচ্ছেদ হয়েছে। বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার ছপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের মৃত তৈয়ব আলী মাস্টারের এক কন্যা গাইবান্ধা সরকারী কলেজে হিসেব বিজ্ঞান বিষয়ে মাস্টার্স দ্বিতীয় বর্ষে অধ্যায়ন করছে। এ সুবাদে জেলা সদরের ঘাগোয়া ইউনিয়নের তালতলা গ্রামের জাহিদুল হক সরকারের পুত্র ফিরোজ কবির ফেইস বুকের মাধ্যমে প্রেম নিবেদন করে আসছিল। পূর্বের স্ত্রী ও সন্তানকে অস্বীকারে নিজেকে অবিবাহিত ও সরকারী চাকুরি জিবি হিসেবে পরিচিতি ও ছাত্রীর ভালোবাসা অর্জন করে এর পর গত ৮ ফেব্রুয়ারী ঐ ছাত্রীকে তার শিক্ষাঙ্গণ থেকে তুলে নিয়ে গিয়ে পলাশবাড়ী উপজেলার মহদিপুর ইউনিয়নের কাজী জাহাঙ্গীর আলমের নিকট ৮ লাখ টাকা মহরানা ধার্য করে নম্মধ্যে গহনা বাবদ ২০ হাজার টাকা কনেকে বুঝেদেয়ার বিয়ে রেজিঃ করেন। ফিরোজ কবির পলাশবাড়ি উপজেলা বিআরডিবি অফিসের হিসাব রক্ষক ও সুন্দরগঞ্জ উপজেলা বিআরডিবি অফিসে রক্ষক হিসেবে অতিরিক্ত দ্বায়িত্ব পালন করছেন। ফিরোজ কবিরের পূর্বের স্ত্রী ও সন্তানের কথা জানতে পেয়ে কনে পক্ষ তাকে আটক করে অবশেষে বিয়ে বিচ্ছেদ ঘটায়। এব্যাপারে ফিরোজ কবির তার কৃতকর্মের জন্য ভুল স্বীকার করে বলেন, ৮ লাখ টাকার মহরানার স্থলে সাড়ে ৪ লাখ টাকা বুঝে দিয়েছি। ছাপড়হাটী ইউনিয়ন বিয়ে ও তালাক রেজিস্ট্রার (কাজী) মাওলানা আইনুল হক জানান, ৩ লাখ টাকায় বিয়ে বিচ্ছেদ হয়েছে। এতে উভয় পক্ষে মাঝে মিমাংসার মাধ্যমে এ বিয়ে বিচ্ছেদ হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments