মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাযশোরে শিশু ধর্ষণ-হত্যার ঘটনায় বিক্ষোভ, সড়ক অবরোধ

যশোরে শিশু ধর্ষণ-হত্যার ঘটনায় বিক্ষোভ, সড়ক অবরোধ

কাগজ প্রতিনিধি: যশোরে ৮ বছরের শিশু তৃষাকে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত যশোর শহরতলীর ধর্মতলায় যশোর-ঝিনাইদহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে নারী, পুরুষ ও শিক্ষার্থীরা। এসময় তারা সন্দেহভাজন খুনি শামিমের আটক ও বিচার দাবিতে স্লোগান দেয়। এদিকে, এ ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার বিকালে খেলতে গিয়ে কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী তৃষা নিখোঁজ হয়। এরপরের দিন সোমবার সন্ধ্যার দিকে বাড়ির পাশে গর্ত দেখে সন্দেহ হয় স্থানীয়দের। গর্তটি খুঁড়ে তৃষার লাশ পাওয়া যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় আজ সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী ও তৃষার সহপাঠীরা বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় রাস্তার দুই পাশে জানযটের সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দা এবং জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাঈদ সরদার বলেন, এই শিশু আমাদের সন্তানের মতোই। যে বা যারা এই জঘন্য ঘটনা ঘটিয়েছে, তাদের যেন কঠোর শাস্তি দেওয়া হয়- প্রশাসনের কাছে সেই আবেদন করছি।’
কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল বসু বলেন, ‘আমার স্কুলসহ অন্য কোনও শিশু যেন এমন নির্যাতনের শিকার না হয়। প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, এই ঘটনার সঙ্গে জড়িতদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। যাতে করে অন্য কেউ এমন অপকর্ম করার সাহস না দেখায়।’

যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান বলেন, ‘তৃষাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তৃষার বাবা মামলা করেছেন এবং অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। আসামিকে আটক করতে অভিযান অব্যাহত আছে।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments