শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ায় বিদ্যুতের লাইনকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৩

সাঁথিয়ায় বিদ্যুতের লাইনকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৩

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়ায় বিদ্যুতের লাইনকে কেন্দ্র করে সংর্ঘষে একজন নিহত, ও একজন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ৩জনকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধোপাদহ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে । এলাকাবাসী ও থানা সত্রে জানা যায়, পাবনার সাঁথিয়া উপজেলাধীন ধোপাদহ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের দোকান মালিক মাহবুবুল হক খান একই গ্রামের আলিমের কাছে ভাড়া দেয়া তার অন্য আরেকটি দোকান থেকে আজাহারের ছেলে মারুফের ধানের খোলায় বিদ্যুতের সংযোগ দেয় । এতে বিল বেশী আসায় মাহবুবুল হক খান বিদ্যুতের লাইন কেটে দেয়। বিদ্যুত লাইন কেটে দেয়ায় খোলার মালিক মারুফ ক্ষিপ্ত হয়ে তার দলবল নিয়ে গত শুক্রবার ওই গ্রামের আকবরের ২ ছেলে দোকানদার আলিম(৩৫) ও মনির হোসেন(৪০)কে মারপিট করে গুরুতর আহত করে। আহতদের সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়। আহত মনিরের অবস্থা আশংকজনক হওয়ায় প্রথমে পাবনা জেলারেল হাসপাতাল পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার দিনগত রাতে সে মারা যায়। এব্যাপারে সাঁথিয়া থানায় মামলা হলে থানা পুলিশ এজাহার ভুক্ত আসামী সেলিম রেজা(৩৩) ও শাহিন প্রামানিক, মাহবুবল হক(৬০)কে গ্রেফতার করে। গতকাল শনিবার দুপরে নিহত মনিরের লাশ নিয়ে এলাকাবাসী দায়ী ব্যাক্তিদের গ্রেফতার ও বিচার দাবীতে বিক্ষোভ মিছিল করে। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩জনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments