শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাভোটার শূন্য সাতক্ষীরার ভোট কেন্দ্র

ভোটার শূন্য সাতক্ষীরার ভোট কেন্দ্র

কাগজ প্রতিনিধি: উপজেলা নির্বাচনে সাতক্ষীরা পৌরসভার ৫ নং ওয়ার্ডে দুটি কেন্দ্রে প্রথম ঘণ্টায় ভোট পড়েছে ২০টি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। আজ রবিবার সকাল ১১টার দিকে ওই কেন্দ্রের পোলিং এজেন্ট আকরাম বলেন, ‘সকাল ৮টা থেকে ৯টার ভেতরে মাত্র ১০ ভোটার ভোট দিয়েছেন।
সকাল ৮টায় পৌরসভার ৫ নং ওয়ার্ডে পারকুকরালি কেন্দ্রে ভোটকেন্দ্রে প্রবেশ করে দেখা যায়, কয়েকজন পোলিং এজেন্ট বসে আছেন। পুরো স্কুলের ভেতরে একজনও ভোটারকে দেখা যায়নি।
কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার জানান, তার কেন্দ্রে ৮ টি বুথে ৩৫০২জন ভোটার তার ভোট প্রদান করতে পারবে। তবে এখন পর্যন্ত ভোটার উপস্থিতি খুব কম। বেলা বাড়লে উপস্থিতি বাড়তে পারে। সকাল ৯টা একই ওয়ার্ডে বাটকেখালি কেন্দ্রে গিয়ে দেখা যায় কেন্দ্র কোথাও কোন ভোটারের লাইন নেই। পুলিশ ও আনছার কেন্দ্র পাহারা দিচ্ছে। সম্মুখে কেন্দ্রের মধ্যে দুটি কুকুর শুয়ে আছে। একই কেন্দ্রে গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে দীর্ঘ লাইন দেখা যায়।
কেন্দ্রের বাইরেও নেই তেমন নির্বাচনি আমেজ।
কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার আবু তাহের জানান, তার কেন্দ্রে সকাল ৯টা পর্যন্ত ১০টি ভোট পড়েছে।তার কেন্দ্রে ৯টি বুথে ৩৬৩১ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ১৭৯৭ জন। কেন্দ্রটিতে ১২টি প্রতিকের বিপরীতে ১০৮ জন পোলিং এজেন্ট থাকার কথা। সেখানে নৌকার ৭জন সহ ২৪ জন পোলিং এজেন্ট রয়েছে।
এদিকে সাতক্ষীরার সাত উপজেলায় ৭৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ৫৯৭টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।এদিকে কলারোয়া উপজেলার কয়েকটি কেন্দ্রের সম্মুখে ককটেল ফোটানো হয়েছে।
জেলার সাতটি উপজেলার ৫৯৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৯৭টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা পুলিশের বিশেষ শাখা। এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রসহ সর্বত্র সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোট গ্রহণে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, চেয়ারম্যান পদে লড়ছেন ১৯ জন চেয়ারম্যান প্রার্থী, ৩১ জন ভাইস চেয়ারম্যান ও ২৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। তবে প্রার্থীদের মধ্যে শুধুমাত্র দেবহাটা উপজেলার চেয়ারম্যান প্রার্থী ওজিয়ার রহমান (ন্যাশনাল পিপলস পার্টি) ছাড়া সকল প্রতদ্বন্দ্বি প্রার্থীই আওয়ামীলীগ অথবা অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments