বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাবাগেরহাটে সাউথখালীতে আ'লীগ অফিস ভাংচুরের অভিযোগ

বাগেরহাটে সাউথখালীতে আ’লীগ অফিস ভাংচুরের অভিযোগ

শেখ সাইফুল ইসলাম: বাগেরহাটের শরণখোলায় নির্বাচন পরবর্তী সহিংশতায় ওয়ার্ড আওয়ামীলীগের অফিস ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ৩১ মার্চ (রোববার) উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ী বাজারে। স্থানীয় বাসিন্দা ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম রিপন অভিযোগ করে বলেন, নির্বাচনের দিন সন্ধ্যায় (চশমা মার্কার) ভাইস চেয়ারম্যান প্রার্থী হাসানুজ্জামান পারভেজের সমার্থকরা বে-সরকারী ফলাফল পেয়ে তাফালবাড়ী বাজারে একটি মিছিল বের করে। এক পর্যায়ে মিছিলকারীদের একটি গ্রæপ একত্রিত হয়ে ওয়ার্ড আওয়ামীলীগের ওই কার্যালয়টির তালা ভেঙ্গে হাতুড়ী দিয়ে পিটিয়ে অফিসের চেয়ার, টেবিল, টিভি সহ প্রয়োজনীয় আসবাবপত্র গুড়িয়ে দেয়।ওই সময় রিপন সহ তার সাথে থাকা লোকজন মার-পিটের ভয়ে পালিয়ে যায়। এছাড়া অতর্কিত ওই হামলা শুরু হলে স্থানীয়দের মধ্যে আতংঙ্ক দেখা দেয়। তিনি আরও জানায়, সদ্য সমাপ্ত চতুর্থ ধাপে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ বাবুল আকনের (টিয়া মার্কার) সমর্থন করায় চশমা মার্কার সমার্থকরা উদ্দেশ্য প্রনোদিত ভাবে এ হামলা চালিয়েছে। এছাড়া বিভিন্ন হুমকী দামকীর কারনে তিনি ও তার সাথে থাকা লোকজন এলাকায় স্বাভাবিক ভাবে চলা ফেরা করতে পারছেন না। এছাড়া গত দু-দিনে উপজেলার খোন্তাকাটা, তাফালবাড়ী, বকুতলা সহ কয়েকটি স্থানে কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেছে। ওই ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন রাজীব বলেন, আওয়ামীলীগ কার্যালয় চশমা সমর্থকদের হামলার বিষয়টি অত্যান্ত দুঃখ জনক। নির্বাচন পরবর্তী সময়ে এ ধরনের কর্মকান্ডের কারনে সাধারণ মানুষের মাঝে ভীতির জন্ম নেবে। তিনি বিষয়টির তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান। তবে ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজের মুঠো ফোনে বহু বার ফোন করা হলেও তিনি তা রিসিপ না করায় তার বক্তব্য নেয়া স¤ভব হয়নি ।
শরণখেলা থানা আফিসার ইন চার্জ (ওসি ) দিলিপ কুমার সরকার জানান , এ বিষয়ে আমার কাছে কোন অভিযোগ আসেনি ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments