শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাসুন্দরগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

সুন্দরগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ-উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে বীজ ও সার বিতরণের শুভ-উদ্বোধন করেন- অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক- কৃষিবিদ এসএম ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক- টিআইএম মকবুল হোসেন প্রামাণিক। উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহ্বায়ক শিক্ষক সাজেদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ একেএম ফরিদুল হক ও কৃষিবিদ খোরশেদ আলমসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ কৃষকগণ। উল্লেখ্য, ২০১৯-২০ মৌসুমে খরিপ-১ ‘র আউশ প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলা ১ হাজার ৪’শ ৭৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হবে বলে জানা গেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments