শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeরাজনীতিনদীকে আর ভাঙ্গতে দেয়া হবেনা: পানি সম্পদ প্রতিমন্ত্রী

নদীকে আর ভাঙ্গতে দেয়া হবেনা: পানি সম্পদ প্রতিমন্ত্রী

মো: রবিউল ইসলাম: পানি সম্পাদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, শেখ হাসিনার সরকারের সময় টাকার কোন সংকট নাই। নদী ভাঙ্গন রোধে যা যা করনীয় তাই করা হবে। ১২ এপ্রিল শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরের কমলনগরের মাতাব্বর হাটে পথ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী ভাঙ্গন কবলিত মানুষদের আশ্বস্থ করে বলেন, আপনাদের নদী আর ভাঙতে দেয়া হবেনা, অচিরেই নদী ভাঙন রোধে কাজ শুরু হবে। এখন থেকে নির্ভয়ে নদীর পাড় এলকায় আপনাদের দালান কোটা বাড়ী ঘর নির্মাণ করতে পরবেন। উপজেলা আওয়ামীলীগ আয়োজিত পথসমাবেশে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য মেজর অবঃ আব্দুল মান্নান, প্রাক্তন সংসদ সদস্য আব্দুল্যাহ, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন। এর আগে হেলিকপ্টারযোগে এসে কমলনগরের ধসে যাওয়া বাঁধ ও ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments