শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাঅপারেশন ছাড়াই এক সঙ্গে ৭ সন্তান জন্ম দিয়েছেন এক নারী

অপারেশন ছাড়াই এক সঙ্গে ৭ সন্তান জন্ম দিয়েছেন এক নারী

মোঃ রবিউল ইসলা: লক্ষ্মীপুরে এক সঙ্গে ৭ সন্তান জন্ম দিয়েছে এক মা। ৭ সন্তানের মধ্যে ৪টি মেয়ে ৩টি ছেলে। শহরের সিটি হাসপাতালে স্বাভাবিকভাবে ৭ সন্তানের জন্ম দেন নাজমা আক্তার (১৮)। সাত শিশুর মধ্যে চারজন মেয়ে, তিনজন ছেলে। ১২ এপ্রিল শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে ওই সাত শিশুর জন্ম হয়। তবে নাজমা আক্তারের ১৮ বছর পূর্বে বিয়ে হয়। সাত সন্তান জন্ম দেওয়া ওই নারী লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি এলাকার পাটোয়ারী বাড়ির প্রবাসী মো. রাজুর স্ত্রী। লক্ষ্মীপুর শহরের সিটি হাসপাতালে স্বাভাবিকভাবে একসঙ্গে জন্ম হওয়া অপরিণত সেই সাত শিশু ১২ এপ্রিল শুক্রবার দিবাগত রাতেই মৃত্যু হয়। লক্ষ্মীপুর সিটি হাসপাতালের চিকিৎসক ডা. মো. আবদুল্লাহ নওশের বলেন, নির্দিষ্ট সময়ের আগে (৫ মাসে) সাত শিশুর জন্ম হয়েছে। অপরিণত অবস্থায় জন্ম হওয়ায় তাদের বাঁচানো সম্ভব হয়নি। তবে তাৎক্ষণিক শিশুদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতাল অথবা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু বিভাগে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। ঢাকা নেওয়ার আগেই ওই সাত শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন তাৎক্ষণিক মরদেহগুলো বাড়িতে নিয়ে গেছেন। সিটি হাসপাতালের ম্যানেজার ওমর ফারুক জানান, শুক্রবার রাত ৯টায় ২০ মিনিটে প্রসববেদনা নিয়ে নাজমা হাসপাতালে ভর্তি হন। এর ২৫ মিনিট পর স্বাভাবিকভাবে সাত শিশুর জন্ম দেন তিনি। নাজমা সুস্থ থাকলেও সাত শিশু মারা গেছে। তাদের চোখও ফোঁটেনি বলেও জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments