বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাকক্সবাজার - টেকনাফ সড়কে বিজিবি’র হাতে ত্রাণ সামগ্রীসহ কার্ভাড ভ্যান জব্দ

কক্সবাজার – টেকনাফ সড়কে বিজিবি’র হাতে ত্রাণ সামগ্রীসহ কার্ভাড ভ্যান জব্দ

কায়সার হামিদ মানিক: কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্ট ডাব্লিউএফপি’র ত্রাণবাহী কার্ভাড ভ্যান জব্দ করেছে ৩৪ বিজিবি। ২৪ এপ্রিল রাতে মরিচ্যা যৌথ চেকপোষ্টের নিয়মিত তল্লাশীকালে উখিয়া হতে কক্সবাজারগামী মালবাহী কাভার্ড ভ্যান ফেলে ড্রাইভার পালিয়ে যায়।
এ সময় কাভার্ড ভ্যান তল্লাশী করে ১০ লক্ষ টাকা মূল্যের ২০ হাজার কেজি এ্যাংকর ডাল সহ কার্ভাড ভ্যানটি জব্দ করা হয়। যার নম্বর চট্টমেট্টো-ট-১১-৯৪৩১। এসব পণ্য মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে আশ্রিত রোহিঙ্গাদেরকে বিশ্ব খাদ্য কর্মসূচী কর্তৃক প্রদত্ত ত্রাণ। আকটকৃত পণ্যের মূল্যে ৯০ লক্ষ টাকা বলে জানিয়েছেন বিজিবির ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক আশরাফ উল্লাহ রনি।
আটককৃত ত্রাণ সামগ্রীর বিষয়ে জানতে চাইলে ডাব্লিউএফপি’র ইমাজেন্সী কো-অর্ডিনেটর এর সাথে যোগাযোগের চেষ্টা করেও ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের জন্য বিভিন্ন এনজিও সংস্থা কর্তৃক প্রদত্ত ত্রাণ সামগ্রী সিন্ডিকেটের মাধ্যমে কক্সবাজারসহ আশ-পাশের এলাকায় খোলা বাজারে বিক্রয় হচ্ছে। জব্দকৃত মালামালসহ কাভার্ড ভ্যান বালুখালী শুল্ক কার্যালয়ে জমা করা হয় বলে জানিয়েছেন বিজিবি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments