বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাপ্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী, লক্ষ্মীপুরের উপকূলে মাইকিং

প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী, লক্ষ্মীপুরের উপকূলে মাইকিং

মো: রবিউল ইসলাম: অতি প্রবল বেগে ঘূর্ণিঝড় ফণী উপকূলের দিকে এগিয়ে আসায় লক্ষ্মীপুরে প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। মেঘনা উপকূলীয় এলাকার জনসাধারন, মেঘনায় অবস্থানরত জেলে ও নৌকাসহ সকল ইঞ্চিন চালিত ট্রলারকে নিরাপদে সরিয়ে নিতে শুরু হয়েছে মাইকিং। এতে পাঁচ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়। ২ মে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরী হাট এলাকায় মাইকিং করে এসব সতর্ক করা হচ্ছে এমন প্রচার দেখা গেছে। লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের ঝূঁকিতে থাকা মেঘনা উপকূলীয় অঞ্চল লক্ষ্মীপুরে ১০০টি আশ্রয়ন কেন্দ্রকে প্রস্তুত রাখা হয়েছে। সিভিল সার্জনের নেতৃত্বে ৬৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। মজুদ করা হচ্ছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের সাপ্তাহিক ছুটি এবং অন্যান্য ছুটি বাতিল করে তাদেরকে কর্মস্থলে উপস্থিত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি কন্টোল রুম খোলা হয়েছে। এছাড়া রেডক্রিসেন্ট, ফায়ার সার্ভিস ও কোষ্টগার্ডসহ আইনশৃংখলা বাহিনীকে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments