শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাজেলায় সেরা রায়পুরের প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুলঅ্যান্ড কলেজ

জেলায় সেরা রায়পুরের প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুলঅ্যান্ড কলেজ

তাবারক হোনে আজাদ: লক্ষ্মীপুরের রায়পুরে ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এসএসসিতে রায়পুর প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ লক্ষ্মীপুর জেলায় প্রথম স্থান অধিকার করেছে। এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাসের হার শতভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২০ জন, এ পেয়েছে ৮৭ জন ও এ (-) পেয়েছে ৩৮ জন। এছাড়াও জিপিএ-৫ পেয়েছেন রায়পুর সরকারি মাচ্ছেন্টস্ধসঢ়; একাডেমি থেকে ২৬ জন, এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে ১জন, হায়দরগঞ্জ মডেল একাডেমি থেকে তিনজন ও লুধুয়া উচ্চ বিদ্যালয় একজন। এছাড়াও গত আরও দু’বছর জেলার সেরা হয় এই বিদ্যালয়টি। প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ নুরুল আমিন বলেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের কারণে এ প্রতিষ্ঠানটি ফলাফলে জেলার শ্রেষ্ঠত্বের অধিকার অর্জন করতে পেরেছে। আগামীতে আমাদের স্কুল পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আরো ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ক্যাপশন-১ এসএসসির ফলাফলে জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান অর্জন করায় উচ্ছ্বসিত প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments