শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাডোমারে ভ্রাম্যমান আদালতে ৪ ব্যবসায়ীর জরিমানা

ডোমারে ভ্রাম্যমান আদালতে ৪ ব্যবসায়ীর জরিমানা

মহিনুল ইসলাম সুজন: পবিত্র রমজান মাসে খাদ্যে ভেজাল ও পবিত্রতা রক্ষা না করার দায়ে নীলফামারীর ডোমারে তিন মুদি ব্যবসায়ী ও এক ফল ব্যবসায়ীকে ভ্র্যাম্যমান আদালত পৃথকভাবে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৭ মে) দুপুরে ডোমার বাজারে ওই ব্যবসায়ীদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে ফাতিমা ওই জরিমানা করেন। জরিমানাকৃত দোকানদাররা হলেন-মুদি দোকানদান জয়নাল আবেদীনকে দুই হাজার টাকা, চন্দন সাহাকে ১৫ হাজার টাকা, সাদ্দাম হোসেনকে পাঁচ হাজার ও ফল ব্যবসায়ী বাবলু হোসেনকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. রাশেদুল হক, মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার , স্যানেটারী ইন্সপেক্টর দুলাল হোসেন প্রমূখ। আদালতের বিচারক উম্মে ফাতিমা বলেন, পবিত্র রমজান মাসে খাদ্যে ভেজাল ও পবিত্রতা রক্ষা না করায় ভ্র্যাম্যমান আদালতের মাধ্যমে তাদের আইনের আওতায় এনে ওই পরিমান টাকা জরিমানা করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments