শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাকেন্দুয়ায় ত্রাণ পেল ঘুর্নি দুর্গত ৪১ পরিবার

কেন্দুয়ায় ত্রাণ পেল ঘুর্নি দুর্গত ৪১ পরিবার

হুমায়ুন কবির: নেত্রকোণার কেন্দুয়া আশুজিয়া ইউনিয়নে আকষ্মিক ঘুর্ণিঝরে ক্ষতিগ্রস্ত ৪১ পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার (১১ মে) দুপুরে কেন্দুয়া উপজেলা পরিষদ হলরুমে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের হাতে ৫০ ব্যান্ডেল ঢেউটিন ও দেড় লক্ষ টাকা তুলে দেন নেত্রকোণা ৩, কেন্দুয়া- আটপাড়া আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, ওসি ইমরাত হোসেন গাজী, প্রেসক্লাব সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূইয়া, আশুজিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমূখ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও সাইফুল ইসলাম জানান, আশুজিয়া ইউনিয়নে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৪১ পরিবারের মাঝে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় হতে বিশেষ বরাদ্দের ৫০ ব্যান্ডেল ঢেউটিন ও প্রত্যেককে ৩ হাজার করে টাকা মাননীয় এমপি মহোদয়ের মাধ্যমে বিতরণ করা হয়েছে। এর আগে উপজেলা হাসপাতালে স্বাস্থ্য সেবা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কমিটির সভাপতি এমপি অসীম কুমার উকিল। পরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের খোঁজখবর নেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জিনাত সাবাহ্ধসঢ়; ও সহকর্মী এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments