বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাইয়াবা বহনের দায়ে রোহিঙ্গা নারীর ৫ বছরের কারাদণ্ড

ইয়াবা বহনের দায়ে রোহিঙ্গা নারীর ৫ বছরের কারাদণ্ড

কায়সার হামিদ মানিক: উখিয়ার কুতুপালং শরনার্থী ক্যাম্পের রোহিঙ্গা এক নারীকে ৯৭৯০ পিচ ইয়াবা বহনের অপরাধে ৫ বছর সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা, জরিমানা অনাদায়ে আরো ৫ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ-২ মাহমুদুল হাসান এসটি ৯৭৭/২০১৮ নম্বর মামলায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর টেবিলের ৯(খ) ধারায় রোববার ১২ মে এ রায় ঘোষনা করেন। সাজাপ্রাপ্ত রোহিঙ্গা নারী মিয়ানমারের পানিরছরা গ্রামের মংডু থানার আকিয়াব জেলার মোহাম্মদ রুহুল আমিন স্ত্রী ফাতেমা খাতুন (৪৭)। সে কুতুপালং শরনার্থী ক্যাম্পের বাসিন্দা ছিল। তাকে ৯৭৯০ পিচ ইয়াবা টেবলেট সহ শরনার্থী ক্যাম্পের সামনে আমগাছতলা নামক স্থান থেকে র‍্যাবের সদস্যরা ২০১৭ সালের ২৮ অক্টোবর গ্রেপ্তার করেছিল। পরে র‍্যাব-৭ এর পক্ষে জেওসি-ডিএডি মোঃ আবদুল মোতালেব বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছিলেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন-এপিপি সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ আবুল কাসেম।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments