বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলানবাবগঞ্জে গোয়ালঘরে লাচ্ছা সেমাই কারখানা!

নবাবগঞ্জে গোয়ালঘরে লাচ্ছা সেমাই কারখানা!

অমর চাঁদ গুপ্ত অপু: দিনাজপুরের নবাবগঞ্জে বিনোদনগর গ্রামে গরুর খামারের ভেতর লাচ্ছা সেমাই তৈরির কারখানায় অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমানের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১০হাজার টাকা জরিমানা আদায়সহ কারখানায় তৈরি লাচ্ছা সেমাই ও সেমাই তৈরির উপকরণ ধ্বংস করে কারখানা বন্ধ করে দিয়েছেন। জানা যায়, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে উপজেলার বিনোদনগর গ্রামের মৃত জফুর মিয়ার ছেলে মো. শাহিন মিয়া নামের এক ব্যক্তি গরুর খামারের ভেতর অবৈধভাবে লাচ্ছা সেমাই তৈরির কারাখানা চালু করে লাচ্ছা সেমাই তৈরি ও বাজারজাত করে আসছিলেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মশিউর রহমানের নজরে আসলে ওই অভিযান পরিচালনা করা হয়। গরুর খামারের লাচ্ছা সেমাই কারখানার মালিক মো. শাহিন মিয়া বলেন, গরুর খামার করে আর্থিকভাবে লোকসান হয়েছে। ঋণদেনা হয়েছে বিভিন্ন এনজিওসহ ব্যক্তি বিশেষের কাছে। লোকাসানের কারণে গরুর খামারটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। তবে ঈদুল ফিতরকে সামনে রেখে এবারই প্রথম ওই গরুর খামারে লাচ্ছা সেমাইয়ের কারখানা বসিয়ে লাচ্ছা সেমাই তৈরি ও বাজারজাত শুরু করেছিলেন। এতে যা আয় হবে তা দিয়ে কিছুটা হলেও ঋণদেনা পরিশোধ করা সম্ভব হতো। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, গরুর খামারটি বন্ধের পর থেকে সারা বছরজুড়েই গরুর খামারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি ও বাজারজাত করে আসছেন মো. শাহিন মিয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মশিউর রহমান বলেন, গোপনে ওই বিনোদনগর গ্রামে গরুর খামারে অবৈধভাবে তৈরি ও বাজারজাত করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অর্থদন্ডসহ কারকানায় তৈরিকৃত লাচ্ছা সেমাইসহ সেমাই তৈরির উপকরণ ধ্বংস করে কারাখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments