বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাফুলবাড়ীতে ধান কাটা শ্রমিকের সংকট: জমির অর্ধেক ধান চলে যাচ্ছে ধান কাটতে

ফুলবাড়ীতে ধান কাটা শ্রমিকের সংকট: জমির অর্ধেক ধান চলে যাচ্ছে ধান কাটতে

অমর চাঁদ গুপ্ত অপু: দিনাজপুরের ফুলবাড়ীতে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। মাঠে মাঠে দুলছে সোনালী ধান। কৃষকরাও খুশি ছিলেন। কিন্তু ধান কাটা শ্রমিকের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় তাদের সেই স্বপ্ন ফিকে হয়ে যাচ্ছে। স্থানীয় শ্রমিককে দিয়ে ধান কাটতে গৃহস্থকে গুণতে হচ্ছে প্রতি বিঘা জমিতে দূরত্ব ভেদে ১০ থেকে ১৫মণ ধান। আর রংপুর, কুঁড়িগ্রাম, লালমনিরহাট ও ঠাকুরগাঁওয়ের শ্রমিক দিয়ে ধান কাটতে গুণতে হচ্ছে প্রতি বিঘায় দূরত্ব ভেদে ৩ হাজার ৮০০ টাকা থেকে ৫ হাজার ২০০ টাকা পর্যন্ত। চুক্তি অনুযায়ী এর সাথে শ্রমিকদের তিন বেলা খাওয়ারও যোগান দিতে হচ্ছে গৃহস্থকে। উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায়, উপজেলার লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে বোরো আবাদ হয়েছে। এ বছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৪ হাজার ৪৫০ হেক্টর জমি। কিন্তু আবাদ হয়েছে ১৪ হাজার ৭০০ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রা চেয়ে ২০৫ হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। এর মধ্যে উৎপাদন হয়েছে ৫৮ হাজার ৯৬২ মেট্রিক টন। এক্ষেত্রে হাইব্রিড জাতের ১৩ হাজার ২৬৩ মেট্রিক টন এবং উচ্চ ফলনশীল জাতের ৪৫ হাজার ৬৯৫ মেট্রিক টন রয়েছে। তবে ফলনের লক্ষ্যমাত্রা ছিল চালের আকারে হাইব্রিড প্রতি হেক্টরে ৪ দশমিক ৭৫ মেট্রিক টন এবং উচ্চ ফলনশীল ৩ দশমিক ৯২ মেট্রিক টন। উপজেলার চোকিয়াপাড়া গ্রামের কৃষক মো.আতাউ রহমান সরকার বলেন, বোরো ধানের ফলন নিয়ে খুশি ছিলেন তিনিসহ এলাকার কৃষকরা। কিন্তু ক্ষেত থেকে ধান ঘরে তুলতে এখন বেগ পেতে হচ্ছে। কারণ একজন ধান কাটা শ্রমিকের দৈনিক মুজরি ৬৫০ থেকে ৭৫০টাকা। অথচ বোরো ধান চাষে বীজ, সার, কীটনাশক, চারা লাগানো, জমি পরিস্কার করা, ধান কাটা শ্রমিক খরচসহ প্রতি মণ ধানে উৎপাদন খরচ পড়ছে ৯০০ টাকা থেকে ১ হাজার টাকা। কিন্তু হাটবাজারে জাতভেদে ৭৫ কেজির প্রতি বস্তা ধান বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৭০০ টাকায়। এতে প্রতি মণ ধানে ৩০০ থেকে ৪০০ টাকা কৃষকের লোকসান গুনতে হচ্ছে। কাঁটাবাড়ি গ্রামের কৃষক আসাদুল ইসলাম বলেন, ধান মাঠে পেকে আছে। যেকোনো সময় ঝড়-বৃষ্টি আসতে পারে। তাই বাধ্য হয়ে বেশিদামে শ্রমিক এনে জমির ধান কাটা হচ্ছে। রংপুরের বদরগঞ্জের সাকেরহাট গ্রামের ধান কাটা শ্রমিকের সর্দার আব্দুল হালিম বলেন, গত ৬ মে তারিখে ১০ জনের একটি দল নিয়ে ধান কাটতে এসেছেন। গৃহস্থের সাথে তিন বেলা খাওয়াসহ দূরত্ব ভেদে প্রতি বিঘা জমির ধান ৩ হাজার ৮০০ টাকা থেকে ৫ হাজার ২০০ টাকা চক্তিতে কাটছেন। ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের কালকুন গ্রামের ধান কাটা শ্রমিক সর্দার ফ্রন্সিস মার্ডি বলেন, বোরো ধান কাটা শুরু থেকেই তারা উপজেলার বিভিন্ন এলাকার ধান কেটে দিচ্ছেন। ১৫ জনের শ্রমিক দল রয়েছে তার। তারা দৈনিক মজুরিতে নয়, ধান চুক্তিতে কাটছেন। দূরত্বভেদে প্রতি বিঘা জমির ধান কাটছেন ১০ থেকে ১৫ মণ চুক্তিতে। মজুরি হিসেবে ধান নেওয়ার বিষয়ে বলেন, টাকা থাকলে খরচ হয়ে যায়, কিন্তু ধান থাকলে বছরজুড়ে পরিবারের খাবার হয়। উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামীম আশরাফ বলেন, ঘুণিঝড় ফণী সারাদেশে আঘাত হানতে পারে এমন আশঙ্কায় একসাথে জমির ধান কাটতে গিয়ে শ্রমিক সংকট সৃষ্টি হওয়ায় মজুরি বেড়ে গেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments