মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাগঙ্গাচড়ার সড়কে এই প্রথম কলেজ বাস, আনন্দিত শিক্ষার্থীসহ শিক্ষানুরাগীরা

গঙ্গাচড়ার সড়কে এই প্রথম কলেজ বাস, আনন্দিত শিক্ষার্থীসহ শিক্ষানুরাগীরা

পূর্ণ রায় রিপন: রংপুরের গঙ্গাচড়া বাজারসহ আশপাশের সড়কে এই প্রথম ১টি কলেজের মিনি বাস যাতায়াত করতে দেখা যাচ্ছে। এতে আনন্দিত হয়েছে এ উপজেলার শিক্ষার্থীসহ শিক্ষানুরাগী ব্যক্তিগণ। বাসটির গাঁয়ে মোঃ মসিউর রহমান রাঙ্গা এমপির উপহার গঙ্গাচড়া মহিলা ডিগ্রী কলেজ লেখা। জানা যায় ১৯৯৭ সালে মেয়েদের শিক্ষার মানোন্নয়নের জন্য উপজেলা আওয়ামীলীগের সদস্য আবুল হোসেন ফটিক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রবীণ আওয়ামীলীগ নেতা মজিবর রহমান প্রামানিকসহ বেশ কজন শিক্ষানুরাগী গঙ্গাচড়া মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন। কলেজটির জমিদাতা আবুল হোসেন ফটিকসহ তার ভাইয়েরা। সে সময় থেকে ১৮-২০ কিঃ মিঃ দূর থেকে শিক্ষার্থীরা অটো রিক্সাসহ ভ্যানে অতি কষ্ট করে কলেজে যাতায়াত করেন। শিক্ষার্থীদের যাতায়াতের কষ্ট লাঘব ও শিক্ষার মানোন্নয়নের লক্ষে জাতীয় পার্টির মহা-সচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা ওই কলেজে ১টি বাস দেয়ার প্রতিশ্রুতি দেন। তার প্রতিশ্রুত নিজস্ব অর্থায়নে কলেজ বাসটি এখন গঙ্গাচড়ার সড়কে। এ বিষয়ে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন আমাদের নেতা মসিউর রহমান রাঙ্গা এ উপজেলা থেকে ৩ বার এমপি নির্বাচিত হয়েছেন। গত সরকারের সময় তিনি প্রতিমন্ত্রী ছিলেন। তার সময়কালে গঙ্গাচড়ার শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বক্ষেত্রেই ব্যাপক উন্নয়ন হয়েছে। তার দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাসটি আমরা আগামী রোববার কলেজ কর্তৃপক্ষকে হস্তান্তর করবো। বাসটি পেলে কলেজ শিক্ষার্থীদের যাতায়াতের কষ্ট অনেকাংশে লাঘব হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments