বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে শহর জুড়ে বিষাক্ত কলা

রায়পুরে শহর জুড়ে বিষাক্ত কলা

তাবারক হোসেন আজাদ: রমজান আসলেই বিভিন্ন ফলের সাথে কলার চাহিদাও বেড়ে যায়। কিন্তু দেশী কলার চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে কেমিক্যাল মিশানো বিষাক্ত কলা। সরকারী তালিকা অনুযায়ী লক্ষ্মীপুরের রায়পুর শহরসহ ২৮টি বাজার রয়েছে। শহরের পীর ফজলুল্লাহ সড়কে ৪টি আড়তসহ প্রায় দোকানে দোকানে ঝুলছে কাঁচা-পাকা কলার কাঁদি। পাকা কলাগুলো দেখতে হলুদ রঙের হলেও গন্ধ নেই। আড়তগুলোর একটিতে গিয়ে দেখা গেল, মেঝের এক কোণে মোটা পলিথিনে ঢেকে রাখা কলার স্তুপে আগুন জ্বালিয়ে তাপ দেওয়া হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রতিষ্ঠানের কর্মরত একজন শ্রমিক জানান, পোড়ানোর আগে কাঁচা কলার ছড়া রাইপেন বা ক্যালসিয়াম কার্বাইড-মিশ্রিত পানিতে ডোবানো হয়। এই প্রক্রিয়া অনুসরণ করে পাকানো হয় কলা। শুক্রবার দুপুরে শহরের পীর ফজলুল্লাহ সড়কে ফলের আড়তে গিয়ে এমন চিত্র দেখা যায়। এই আড়তগুলো থেকে শহরের বিভিন্ন দোকানসহ উপজেলার ২৮টি বাজার ব্যবসায়ীদের মাঝে কলা সরবরাহ করা হয়। রমজান মাস আসায় বেড়েছে কলার চাহিদা। ক্ষতিকর রাসায়নিক দিয়ে পাকানো এই কলাই রোজাদারেরা ইফতার ও সেহরির সময় খাচ্ছেন। রায়পুর আড়তের মালিক সুমন (৩৫) বলেন, যশোর থেকে আমরা ট্রাকে করে সুরবি, সাবা, বাংলা ও সাগরকলা এখানে নিয়ে আসি। একসঙ্গে বিপুলসংখ্যক কলা পাকানোর জন্য আমরা পলিথিন দিয়ে ঢেকে নিচে আগুনের তাপ দিই। কিন্তু কার্বাইড ব্যবহার করি না। তিনি নিজে এভাবে কলা পাকানোর কথা অস্বীকার করলেও অন্য আড়তগুলোতে রাসায়নিক ব্যবহার হচ্ছে বলে স্বীকার করেন। কৃত্রিমভাবে পাকানো কলা খুব দ্রুত পচেও যায়। হায়দরগঞ্জ বাজারে খুচরা বিক্রেতা মোঃ হাসেম (২৮) বলেন, আড়ত থেকে পাকানো সাগরকলা আমরা তিন থেকে পাঁচ টাকায় (প্রতিটি) বিক্রি করছি। সকালে কিনে সন্ধ্যার মধ্যে কলা বিক্রি সম্ভব না হলে লোকসান গুণতে হয়। কারণ, বিষাক্ত কলা ১২ ঘণ্টার বেশি রাখলে পচে যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রায়পুর কার্যালয়ের কৃষি সম্প্রসারন কর্মকর্তা সৈয়দ শাহীনুর রহমান বলেন, কলায় রাসায়নিক দেওয়া হয় বলে স্বীকার করেন। তিনি বলেন, ক্যালসিয়াম কার্বাইড ও প্রপিট দিয়ে কলাসহ বিভিন্ন ফল পাকানো হচ্ছে। কিন্তু কাজটি অতি গোপনে করা হয় বলে ধরা সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, রাইপেন খেতের পোকামাকড় দমনে কীটনাশক হিসেবে এবং প্রপিট উদ্ভিদের ফুল, ফল ও পাতার বৃদ্ধিতে ব্যবহূত হয়। রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার বাহারুল আলম বলেন, অতিরিক্ত রাসায়নিক প্রয়োগ করলে ফলের স্বাদ নষ্ট হয়। বিষ মেশানো ফল পেটে গেলে লিভার, কিডনি ও পাকস্থলীর সমস্যা দেখা দিতে পারে, এমনকি ক্যানসারও হতে পারে। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের জন্য এসব ফল মারাত্মক ক্ষতিকর। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহ্ধসঢ়;তাছিম বিল্লাহ বলেন, ভেজাল খাবার পরিবেশন এবং মাছ, তরিতরকারি কিংবা ফলে রাসায়নিকের প্রয়োগ বন্ধ করতে ভেজালবিরোধী বিশেষ ভ্রাম্যমাণ আদালত এখন মাঠে রয়েছে। কলায় রাসায়নিক মেশানো বন্ধে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments