শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাসুন্দরগঞ্জে দুঃস্থ রোগীদের চিকিৎসার্থে নগদ অর্থ প্রদান

সুন্দরগঞ্জে দুঃস্থ রোগীদের চিকিৎসার্থে নগদ অর্থ প্রদান

আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জে সরদার মহসিন মেডিকেল সেন্টারের (দাতব্য চিকিৎলয়) উদ্যোগে দুঃস্থ রোগীদের চিকিৎসার্থে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সুন্দরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রামজীবন ইউপি সদস্য আব্দুস সালাম বসুনিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা আওয়ামীলীগের আহবায়ক টিআইএম মকবুল হোসেন প্রামাণিক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাফিজা বেগম কাকলী, দহবন্দ ইউনিয়ন জাপা সভাপতি শফিকুল ইসলাম বাদশা, উক্ত দাতব্য চিকিৎসালয়ের ব্যবস্থাপক জুলফিকার আলী সরদার চন্দন প্রমূখ। পরে অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত ৭শ’ রোগীর মাঝে নগদ ১৪ লক্ষ টাকা বিতরণ করেন। এরআগে উপজেলার মাঠেরহাট, মজুমদারহাট, ডোমেরহাট ও পাঁচপীরবাজারসহ সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন ইউনিয়নের আবেদনকারী অসহায় ও দুঃস্থ্য রোগীদেরকে নগদ টাকা বিতরণ করা হয়। বিগত ২০০৭ সাল থেকে ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার টিপু দুঃস্থ্য রোগীদের চিকিৎসা সেবাসহ প্রাকৃতিক দুর্যোগে দুর্গতদের সহায়তা, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে নানা ধরণের সহায়তা প্রদান করে আসছেন। উল্লেখ্য,সরদার মহসিন মেডিকেল সেন্টার (দাতব্য চিকিৎসালয়) ও সরদার মজিবুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দাতা- ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার টিপু বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় তাঁর পক্ষে অর্থিক সহায়তা প্রদান করেন- জুলফিকার আলী সরদার চন্দন, শফিকুল ইসলাম বাদশা, হাসানুজ্জামান, সরদার জিয়া হাসানসহ আরো অনেকেই।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments