শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলারংপুরে ৫০ তম বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালিত

রংপুরে ৫০ তম বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালিত

জয়নাল আবেদীন: রংপুরে নানা কর্মসূচীর মধ্যদিয়ে ৫০ তম বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালিত হয়েছে। শনিবার জেলা প্রশাসনের আয়োজনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এর সহযোগিতায় একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে টেলিযোগাযোগে প্রমিতকরণের ক্ষেত্রে বৈষম্য হ্রাস প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রুহুল আমিন মিঞা। রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সৈয়দ এনামুল কবীর এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিটিসিএল রংপুরের ম্যানেজার আজিজুল ইসলাম, রংপুর বিভাগের ডেপুটি পোষ্ট মাষ্টার জেনারেল প্রদীপ কুমার। দিবসের মূল বিষয় তুলে ধরে বক্তব্য দেন বিটিসিএল গাওহারুল ইসলাম। সেমিনারে বিটিসিএল, ডাক বিভাগ, সমাজসেবাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments