শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় বিনামূল্যে ভিজিএফ এর চাউল পাচ্ছেন ৩২ হাজার দুঃস্থ ও অসহায় মানুষ

উল্লাপাড়ায় বিনামূল্যে ভিজিএফ এর চাউল পাচ্ছেন ৩২ হাজার দুঃস্থ ও অসহায় মানুষ

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঈদ সামনে ১৪টি ইউনিয়নের দুঃস্থ ও অসহায় ৩১ হাজার ৬শ ৫০ জন বিনামূল্যে ভিজিএফ এর চাউল পাচ্ছেন। প্রতিজনকে ১৫ কেজি করে চাউল দেয়া হচ্ছে। এ হিসেবে গোটা উপজেলায় ৪শ ৭৪ মেট্টিক টন ৭শ ৫০ কেজি চাউল বিতরণ করা হবে বলে জানা যায়। আজ মঙ্গলবার মোহনপুর ইউনিয়নের ২৩শ জনের মাঝে বিনামূল্যে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ চাউল বিতরণ করা হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না সকালে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- মোহনপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, শাহাদত হোসেন জিকো প্রমুখ। জানা গেছে, রমজান ও ঈদ উপলক্ষে ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে দরিদ্র পরিবারকে ভিজিএফ এর খাদ্য সহায়তা দিতে হবে। ইউনিয়ন পর্যায়ে ভিজিএফ কমিটি যাচাই-বাছাই করে প্রকৃত দুঃস্থ ও অসহায় পরিবার চিহ্নিত করে তাদের মাঝে কার্ড বিতরণ করবে। এ কার্ড বিতরণে মোট ১২টি শর্তের মধ্যে ৪টি শর্ত পূরণ হয় এমন পরিবার দুঃস্থ ও অসহায় চিহ্নিত হবে। মোট ১২ টি শর্তের মধ্যে রয়েছে-যে পরিবারের মালিকানায় জমি বা ভিটে বাড়ি ছাড়া কোন জমি নেই, দিন মজুরের আয়ের উপর নির্ভরশীল, মহিলা শ্রমিকের আয় কিংবা ভিক্ষাবৃত্তির উপর নির্ভরশীল, উপার্জনক্ষম পূর্ণ বয়স্ক কোন পুরুষ নেই, স্কুলগামী শিশুদের জন্য কাজ করতে হয়, উর্পাজন কোন সম্পদ নেই, পরিবারের প্রধান স্বামী তালাক প্রাপ্তা কিংবা স্বামী পরিত্যাক্তা মহিলা, অস্বচ্ছল মুক্তিযোদ্ধা, অস্বচ্ছল ও অক্ষম প্রতিবন্ধী বলে জানা গেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments