বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাসাপাহারে সাবেক উপজেলা চেয়াম্যান রোস্তম আলীর ইন্তেকাল

সাপাহারে সাবেক উপজেলা চেয়াম্যান রোস্তম আলীর ইন্তেকাল

বাবুল আকতার: সাপাহার উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রোস্তম আলী প্রিন্সিপ্যাল বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার সকালে উপজেলার তিলনা চক গ্রামে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮১বছর। মৃত্যুর পর তিনি তার দ্বিতীয় স্ত্রী ৪ ছেলে, ৩ মেয়ে নাতি নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জীবদ্দশায় তার বর্ণাঢ্য জীবনে তিনি বৃটিশ শাসনামলে অনার্স সহ মাষ্টার্স ডিগ্রী লাভ করেন ১৯৬৮ সালের দিকে সাপাহার পাইলট উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। এর পর বাংলাদেশ স্বাধীনের পর উপজেলার তিলনা কলেজ এ অধ্যক্ষের পদে নিজকে নিয়োজিত করেন। প্রেসিডেন্ট এরশাদ সরকারের শাসনামলে দীর্ঘ ১০বছর তিনি ন্যায় নিষ্ঠার সাথে সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বার্ধক্যজনিত কারণে তিনি দীর্ঘ দিন ধরে বাসায় অবসরে জীবন যাপন করেন। বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার সময় তিনি সৃষ্টিকর্তার শেষ ডাকে সাঁড়া দিয়ে চিরকালের জন্য পরপারে গমন করেন। ওই দিন বাদ আছর মরহুমের নামাজে জানায়া শেষে নিজ গ্রামে তার পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments