বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলাকেন্দুয়ায় চুরি ঠেকাতে এলাকাবাসীর বৈঠক

কেন্দুয়ায় চুরি ঠেকাতে এলাকাবাসীর বৈঠক

হুমায়ুন কবির: নেত্রকোণার কেন্দুয়ার বিভিন্ন গ্রামে চুরি বৃদ্ধি পাওয়ায় চুরি প্রতিরোধে বৈঠক করেছে এলাকাবাসী। উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বিষ্ণুপুর নতুন বাজারে শনিবার (৮জুন) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়। বাঘমারা গ্রামের এডভোকেট সঞ্জিত কুমার পন্ডিতের উদ্যোগে ও পরিচালনায় এবং বিষ্ণুপুর নয়াবাজার কমিটির সভাপতি আঃ রাশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দুয়া থানা ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাখাল বিশ্বাস, কান্দিউড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আঃ লতিফ প্রমূখ। এডভোকেট সঞ্জিত কুমার পন্ডিত জানান, দুই মাসের মধ্যে তার নিজ গ্রাম বাঘমারায় ১৬টি চুরি সংঘটিত হয়েছে। এছাড়া বিষ্ণুপুর নয়াবাজারসহ বিভিন্ন গ্রামেও চুরি হচ্ছে। এই চুরি ঠেকাতে কি পদক্ষেপ নেয়া যেতে পারে এজন্যই এ বৈঠক করা। প্রধান অতিথি ওসি রাশেদুজ্জামান তার বক্তব্যে বলেন, আমি এই থানায় নতুন এসেছি। চুরি ঠেকাতে মিটিং করতে হবে এটা লজ্জার বিষয়। তবে আজ থেকে এলাকায় চোর থাকতে পারবে না। চোরের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। চুরি যারা করেন আজ থেকে ছেড়ে দিয়ে ভাল হয়ে যান। নইলে আপনাদের অস্তিত্ব থাকবে না। আইন শৃংখলা ভাল রাখতে যা যা করা প্রয়োজন আমি তাই করবো। এলাকাবাসীকে সহায়তা করার অনুরোধ জানিয়ে বলেন, আমরা আপনাদের নিরাপত্তা দেব। আপনারা মাদক জুয়া চুরি বন্ধে সঠিক তথ্য দিয়ে আমাদের সহায়তা করবেন। পুলিশ আপনাদের পাশে আছে। এই সভায় কান্দিউড়া ইউনিয়নের জালালপুর, বিষ্ণুপুর, বাঘমারা, রাঘবপুর, পালড়াসহ বেশ ক’টি গ্রামের গন্যমান্য ব্যক্তিসহ ৫ শতাধিক লোক উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments