শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ার এলজিইডি’র সড়কে বিশাল গর্ত, জনদুর্ভোগ

উল্লাপাড়ার এলজিইডি’র সড়কে বিশাল গর্ত, জনদুর্ভোগ

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ার দহকুলায় এলজিইডি’র পাকা সড়কের ক্ষতি হয়েছে। সেখানে দিন সাতেক আগে সড়ক ভেঙ্গে বড় আকারের গর্ত হয়েছে। এ ক্ষতিতে বিভিন্ন বাহন নিয়ে চলাচল করতে গিয়ে বেশ দূর্ভোগ পোহাতে হচ্ছে। উল্লাপাড়ার মোহনপুর ইউনিয়নের দহকুলা সড়ক পথ হয়ে দক্ষিনাঞ্চলের ৮ থেকে ১০ টি গ্রামের লোকজন চলচল করে থাকে। এরা সিএনজি, ইজি বাইক, অটো রিক্সা ও মোটর সাইকেল সহ বিভিন্ন বাহনে ও পায়ে হেঁটে মোহনপুর বাজার ও উপজেলা সদরে আসা যাওয়া করে। গ্রামের ক’টি হলো- দহকুলা, কালিয়াকৈড়, সুজা, চাচকিয়া। এছাড়া পাশ্ববর্তী পাবনা জেলার ফরিদপুর উপজেলার তিন চারটি গ্রামের লোকজন দহকুলা সড়ক পথ হয়ে উল্লাপাড়ায় আসা যাওয়া করে। সরেজমিনে গিয়ে জানা যায়, গত দিন সাতেক আগে দহকুলা হাট এলাকায় পাকা সড়কের বেশ কিছু অংশ ভেঙ্গে বড় আকারের গর্ত হয়েছে। ভারী বৃষ্টিপাতে এ অবস্থা হয়েছে। বৃষ্টির পানি গড়ে সড়কটি ভেঙ্গে গেছে। এলাকার লোকজন জানায়, এর আগে পুরো হাট এলাকার পানি গড়ার জায়গা ভরাট করে ফেলা হয়েছে। সেখানে এখন আর পানি গড়তে না পেরে এস্থান দিয়ে পানি গড়ে এমন দশা হয়েছে। এ সড়ক পথে প্রতিদিন বহু সংখ্যক বিভিন্ন বাহন যাত্রী নিয়ে চলাচল করে থাকে। ভাঙ্গাস্থানে এসে যাত্রীদের এক- দু’জন নেমে তা ঠেলে পার করে দিতে হয়। দহকুলা গ্রামের ব্যবসায়ী মোঃ ইকবাল হোসেন জানান, সড়কটির এ স্থানে ভাঙ্গনের কারণে বেশ কষ্ট করেই বাহনে চলাচল করতে হচ্ছে। এদিকে নিয়ম মোতাবেক বর্ষাকালে আষাঢ় থেকে কার্তিক পুরো পাঁচ মাস মোহনপুর হাটটি স্থানান্তর হয়ে দহকুলায় লাগবে। তখন বিভিন্ন বাহনের চাপ আরো বাড়বে। মোহনপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ জানান, তিনি ভাঙ্গন স্থানটি দেখেছেন। তার পরিষদ থেকে আপাততঃ চলাচলে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নিবেন। উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম বলেন, জরুরী ভিত্তিতে ক্ষতিগ্রস্থ স্থানটি মেরামত করা হবে। এছাড়া দহকুলা পুরো সড়ক পথ পুনঃনির্মানে অবিলম্বে প্রকল্প করা হবে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোঃ আরিফুজ্জামান জানান, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সঙ্গে কথা বলে জরুরী ভিত্তিতে ক্ষতিগ্রস্থ স্থান মেরামতে পদক্ষেপ নেয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments