শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাকেন্দুয়ায় বিষ প্রয়োগে ৮ শতাধিক হাঁস নিধনের অভিযোগ

কেন্দুয়ায় বিষ প্রয়োগে ৮ শতাধিক হাঁস নিধনের অভিযোগ

হুমায়ুন কবির: নেত্রকোণার কেন্দুয়ায় বলাইশিমুল ইউনিয়নের ছবিলা গ্রামে বিষ প্রয়োগে ৮ শতাধিক হাঁস নিধনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রোববার (৯জুন) সকালে। সরজমিনে গেলে হাঁসের খামারের মালিক আবুল কাশেম ও আবুল হাসেম জানান, ১৭শ হাঁস নিয়ে তাদের খামারটির তিন মাস ধরে পরিচর্যা করে আসছিলেন। শফিক নামে এক বেপারীর কাছে প্রতি হাঁস দেড়শত টাকা দরে ১৭শ হাঁস বিক্রি করা হয়েছিল। রোববার হাঁসগুলো নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তার পূর্বেই বিষে আক্রান্ত হয়ে ৮ শতাধিক হাঁস মারা যায়। আবুল কাসেম কান্নাজড়িত কন্ঠে জানান, খুব কষ্ট করে দুই লক্ষ টাকা ঋণ এনে এবং ভাতিজা আবুল হাসেমকে অর্ধেক শেয়ারে নিয়ে হাঁসের খামারটি করেছিলাম। হাঁসগুলোর মৃত্যুতে আমি নিঃস্ব হয়েগেছি। কি করে যে ঋণ পরিশোধ করবো সে চিন্তায় এখন দিশেহারা। কাসেম আরোও জানান, হাঁসগুলো প্রতিদিনের ন্যায় বাড়ীর পাশে পরিত্যক্ত ক্ষেতে খাওয়াতে নিয়ে গেলে ধান কাটা ক্ষেতের পানি খেয়ে হাঁসগুলো অসুস্থ্য হয়ে একে একে মৃত্যুরকুলে ঢলে পড়ে। এতে তাদের দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। কে বা কারা ক্ষেতের পানিতে বিষ প্রয়োগ করেছেন তা বলতে পারছেন না। মৃত হাঁস পোষ্টমডাম করাবেন এবং থানায় অভিযোগ করবেন বলেও জানান আবুল হাসেম।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments