শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলালক্ষ্মীপুরে নদী তীর রক্ষা বাঁধের দাবীতে বিক্ষোভ ও রাস্তা অবরোধ

লক্ষ্মীপুরে নদী তীর রক্ষা বাঁধের দাবীতে বিক্ষোভ ও রাস্তা অবরোধ

মো: রবিউল ইসলাম: লক্ষ্মীপুরের মেঘনার ভয়াবহ ভাঙ্গন থেকে কমলনগর রামগতি রক্ষা ও দ্রুত নদী বাঁধের দাবীতে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করেছে স্থানীয়রা। রোববার দুপুরে কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চ সংগঠন আয়োজিত হাজিরহাট বাজারে বিক্ষোভ মিছিল ও দুই ঘন্টাব্যাপী রাস্তা অবরোধ করে হাজার হাজার বিক্ষুব্দ জনতা। এসময় বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আব্দুস সাত্তার পলোয়ান, জেলা আওয়ামীলীগ কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল মতলব। এর আগে গত তিন দিন যাবত নদী তীর রক্ষা বাঁধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আসছে স্থানীয় ভিটে বাড়ী হারা হাজার হাজার মানুষ। বক্তারা দাবী করে বলেন, মেঘনা ভাঙ্গন কবলিত ৩২ কিলোমিটার জুড়ে দ্রুত বাঁধ নির্মাণ না করলে ভুখন্ড থেকে কমলনগর মানচিত্র মুছে যাবে। নদী গর্ভে হারিয়ে যাবে মানুষের ভিটে বাড়ী। তাই দ্রুত বালূ ভর্তি জিও ব্যাগ ড্যাম্পিং করে বর্ষার ভাঙ্গনের তীব্রতা ও ক্ষয় ক্ষতি কমিয়ে আনার জোর দাবী জানান তারা। প্রসঙ্গত ঃ গত ২০ বছর ধরে মেঘনার ভাঙ্গনের ফলে কমলনগরের ৪টি ইউনিয়ন সহ প্রায় ৪০ কিলোমিটার এলাকা নদী গর্ভে বিলিন হয়ে যায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments