বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলা৫ম উপজেলা নির্বাচন কোন অনিয়ম বরদাস্ত করা হবেনা: ইসি কবিতা খানম

৫ম উপজেলা নির্বাচন কোন অনিয়ম বরদাস্ত করা হবেনা: ইসি কবিতা খানম

মারুফা মির্জা: নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন, ৫ম উপজেলা নির্বাচন অবাদ, সুষ্ঠ এবং নিরোপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। কোন ধরণের অনিয়ম বরদাস্ত করা হবেনা। প্রশাসন, নির্বাচন সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবেনা। আমরা চাইবো কোন ধরনের ইচ্ছাকৃত ত্রুটি-বিচ্যুত দ্বারা নির্বাচনকে যেন প্রশ্নবিদ্ধ যেন না হয়। এটাই আমাদের প্রত্যাশা। তিনি জানান, নির্বাচন সুষ্ঠ ও নিরোপেক্ষ করা প্রিসাইডিং অফিসারদের নৈতিক ও পবিত্র দায়িত্ব। কোন ধরনের ব্যত্তয় হলে এর জবাবদিহিতা অত্যান্ত কঠোর ভাবে দেখা হচ্ছে। অতীতে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিরাজগঞ্জ সহ সাড়াদেশে যেভাবে সুষ্ঠ নির্বাচন সম্পর্ন হয়েছে আমরাও আগামী নির্বাচন সুন্দর দেখতে চাই। যে কোন সমস্যায় প্রিসাইডিং অফিসারদের পুলিশ প্রশাসন সহ রিটানিং কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে আমাদের জানাতে হবে। যেন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি। আপনারা পরিস্থিতি একেবারেই অবনতি দেখলে নির্বাচন বন্ধ করে দেবেন। আমরা পুনঃরায় সেখানে সুষ্ঠ নির্বাচন উপহার দেবো। তিনি আগামী ১৮ জুন সিরাজগঞ্জের খামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রিসাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এসময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দীকার সভাপতিত্বে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান, ফরহাদ আহমেদ খান, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, ইউএনও জাহাঙ্গীর আলম, প্রমুখ বক্তব্য রাখেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments