শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় ৮২ কোটি টাকার প্রকল্প রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজে ভিত্তি প্রস্তর স্থাপন

উল্লাপাড়ায় ৮২ কোটি টাকার প্রকল্প রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজে ভিত্তি প্রস্তর স্থাপন

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শুক্রবার প্রায় ৮২ কোটি টাকার রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে সকাল সাড়ে দশটায় নগরবাড়ী মহাসড়কে উল্লাপাড়া আর এস বাসষ্ট্যান্ডের কাছাকাছি রেলপথের দু’প্রান্তে এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এরপর স্থানীয় এইচ টি ইমাম ডিগ্রী কলেজ মাঠে সিরাজগঞ্জ সড়ক বিভাগের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভায় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম প্রাং। আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ মারুফ বিন হাবিব, অধ্যাপক ইদ্রিস আলী, উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদ প্রমুখ। উল্লেখ্য, বগুড়া-নগরবাড়ী মহসড়কে উল্লাপাড়া আরএস বাসষ্ট্যান্ড এলাকার কাছাকাছি ঢাকা-ঈশ্বরদী রেলপথের উপর প্রায় ২শ ৬৭ মিটার দীর্ঘ এ ওভারপাস নির্মাণ করা হবে। এছাড়া ওভারপাসের উভয় পাশে প্রায় ৫শ মিটার মহাসড়ক ও ওভারপাস ঘিরে সড়কপথ নির্মাণ করা হবে। এতে মোট প্রায় ৮১ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। সিরাজগঞ্জ সড়ক বিভাগ এর নির্মাণ কাজ বাস্তবায়ন করবে। এ রেলপথে ঢাকার সাথে চাপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, দিনাজপুর, খুলনা ও কলিকাতাসহ আরো ক’টি রুটে প্রতিদিন প্রায় ৩০টি ট্রেন চলাচল করে থাকে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments