শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাডিমলায় বজ্রপাতে টহলরত বিজিবি সদস্যের মৃত্যু

ডিমলায় বজ্রপাতে টহলরত বিজিবি সদস্যের মৃত্যু

মহিনুল ইসলাম সুজন: নীলফামারীর ডিমলা সীমান্তে টহলরত অবস্থায় কামরুল ইসলাম (৩৫) নামে ৫১ বর্ডার গার্ড ব্যাটালিয়ান বিজিবি’র এক জোয়ান বজ্রপাতে নিহত হয়েছে।একই ঘটনায় সৈনিক ইয়াছিন (২৮)নামে আরো এক বিজিবি সদস্য আহত হন। নিহত কামরুল সিরাজগঞ্জ জেলার কুলাউড়া উপজেলার চর পাহাড়ী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি ডিমলা উপজেলা বালাপাড়া কো¤পানি কমান্ডারের আওতায় ঠাকুরগঞ্জ বিজিবি ক্যা¤েপ নায়েক পদে কর্মরত ছিলেন। জানা যায়,গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঠাকুরগঞ্জ সীমান্তে পশ্চিম ছাতনাই ডাঙ্গাপাড়া নামক স্থানে নায়েক কামরুল ইসলাম (৬৬৭১৪) ও সৈনিক ইয়াছিনসহ (২৮) সীমান্তে টহলরত অবস্থায় বৃষ্টির সময় বজ্রপাতে কামরুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন।এসময় আহত হন তার সঙ্গে টহলরত থাকা সৈনিক ইয়াছিন। ইয়াছিনকে আহত অবস্থায় ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৫১ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের পরিচালক লেঃ কর্ণেল মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কামরুল ইসলাম ডিমলা সীমান্তে টহলরত অবস্থায় দুর্যোগপুর্ন আবহাওয়ার কবলে পড়ে নিহত হয়েছেন। তিনি দেশের সীমান্তে অতন্দ্র প্রহরী হিসাবে সর্বদা দায়িত্ব পালন করেছেন। ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, এ ব্যাপারে ডিমলা থানায় একটি অপমৃত্যর মামলা দায়ের হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments