বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলালক্ষ্মীপুরে ২ লাখ ৮৭ হাজার ৫ শত শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল...

লক্ষ্মীপুরে ২ লাখ ৮৭ হাজার ৫ শত শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

মো: রবিউল ইসলাম: আগামী ২২ জুন (শনিবার) লক্ষ্মীপুরে ৬-১১ বয়সী শিশুকে ১ টি নীল রঙের এবং ১২-৫৯ বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় ৫৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৫১০ কেন্দ্রে ২ লাখ ৮৭ হাজার ৫শত ০৭ শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৩১৮৩২ এবং ১২-৫৯ বয়সী ২ লাখ ৫৫ হাজার ৬ শত ৭৬ জন শিশু। জেলায় ০৬টি স্থায়ী,১৪৮৩ টি অস্থায়ী কেন্দ্রে ৩০২০ জন কর্মীর মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ সভা সোমবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা: মো: নিজাম উদ্দিন এসব তথ্য জানান। সভায় জানানো হয়, আগামী ২২ জুন সারাদেশে একযোগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, আহম মোস্তাকুর রহমান, আবদুল মালেক, মাহবুবুল ইসলাম ভৃঁইয়া, মো: রবিউল ইসলাম খান প্রমুখ। ক্যাম্পেইন টি সফল ও সার্থক করতে সকল সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন স্বাস্থ্য বিভাগ। এসময় জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments