শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাউন্নয়নে দ্রুত এগুচ্ছে উল্লাপাড়া এলজিইডি’র বিভিন্ন প্রকল্পের নির্মাণ কাজ

উন্নয়নে দ্রুত এগুচ্ছে উল্লাপাড়া এলজিইডি’র বিভিন্ন প্রকল্পের নির্মাণ কাজ

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজ চলছে। স্থানীয় এলজিইডি থেকে ৪৮টি নতুন স্কুল ভবণ নির্মাণ ও অতি গুরুত্বপূর্ণ দু’টি সড়ক পথের পুণঃনির্মাণ কাজ করা হচ্ছে। এদিকে সড়ক বিভাগ থেকে বড় আলাদা দু’টি প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছে। বর্তমান সরকারের ক’মাসে উন্নয়নে দ্রুত এগুচ্ছে উল্লাপাড়া। স্থানীয় জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পগুলো চিহ্নিত করন এবং তার একান্ত চেষ্টায় অনুমোদন ও বাস্তবায়ন হচ্ছে। উল্লাপাড়া এলজিইডি অফিস সুত্রে, উল্লাপাড়ায় এলজিইডি’র আওতায় অতি গুরুত্বপূর্ণ ২টি পাকা সড়কের পুনঃনির্মানের কাজ চলছে। বড়হর- পাচিলা প্রায় ৯ কিলোমিটার পাকা সড়ক পথ পুনঃনির্মানে প্রায় ৪ কোটি টাকা ও প্রায় ২ কোটি টাকা ব্যায়ে ঘোষগাতী-ঘাটিনা ৬ কিলোমিটার পাকা সড়কের পুনঃনির্মাণ করা হচ্ছে। এছাড়া গত মাস দু’য়েক আগে ভদ্রকোল-গয়হাট্রা ৫ কিলোমিটার পাকা সড়ক প্রায় ৪ কোটি ৩৮ লাখ টাকা ব্যায়ে পুনঃনির্মাণ করা হয়েছে। বিভিন্ন গ্রামীণ এলাকায় কম দুরত্বের আরো বেশ ক’টি পাকা সড়ক পথ নির্মাণ কাজ চলছে বলে জানা যায়। উল্লাপাড়া এলজিইডি’র অধিনে উপজেলার বিভিন্ন এলাকায় ৪৮টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবণ নির্মাণ করা হচ্ছে। নতুন এ ভবণগুলো বহুতলা বিশিষ্ট বলে জানা যায়। এর পেছনে প্রায় ৪০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এদিকে সড়ক বিভাগের আওতায় নগড়বাড়ী মহাসড়কের উল্লাপাড়া আরএস বাসষ্ট্যান্ডের কাছাকাছি ঢাকা-ঈশ্বরদী রেল পথের উপর প্রায় ৮২ কোটি টাকা ব্যায়ে ওভারপাস নির্মানের কাজ শুরু হয়েছে। একই বিভাগের অধিনে শ্যামলীপাড়া থেকে উধুনিয়া সড়ক পথে পুনঃনির্মাণ কাজ চলছে। উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম জানান, উল্লাপাড়ায় সহজ ও দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়তে একের পর এক বিভিন্ন সড়ক পথের নির্মাণ ও পুনঃনির্মাণ করা হচ্ছে। বড়হরে ফুলঝোড় নদীর উপর বড় একটি ব্রীজের নির্মাণ কাজ দ্রুত এগুচ্ছে। এটি বাস্তবায়নের আন্তঃউপজেলা যোগাযোগের পথ আরো সহজ হবে। বড়হর-পাচিলা সড়ক পথটির পুনঃনির্মাণের কাজ শেষে উল্লাপাড়া থেকে জেলা সদরে বিকল্প এ পথে চলাচল ব্যবস্থা হবে। এছাড়া এক যোগে নির্মাণাধীন বিভিন্ন এলাকার নতুন প্রাথমিক বিদ্যালয় ভবণ উন্নয়নে আরো একধাপ এগিয়ে যাবে। এখন আরো বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তিনি আরো জানান, উল্লাপাড়ার জাতীয় সংসদ সদস্য তানভীর ইমামের একান্ত প্রচেষ্টায় এসব প্রকল্প চিহ্নিতকরন এবং অনুমোদন ও

বাস্তবায়নের দিকে এগুচ্ছে। উল্লাপাড়া উপজেলা উন্নয়নে দ্রুত এগিয়ে যাচ্ছে বলে জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments