শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাসলঙ্গায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত

সলঙ্গায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত

সাহেদ আলী: সিরাজগঞ্জের সলঙ্গায় গ্রাম বাংলার জনপ্রিয় ঐতিহ্যবাহী খেলা ঘোড় দৌড় প্রতিযোগীতা গতকাল শনিবার বিকেলে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। থানা যুবলীগের আহ্বায়ক মোখলেছুর রহমান তালুকদারের আয়োজনে গোঁজা গ্রামবাসীর সার্বিক সহযোগীতায় গোঁজা উন্মক্ত মাঠে প্রতি বছরই এ আনন্দ উৎসব হয়ে থাকে। এ প্রতিযোগীতায় দেশের বিভিন্ন এলাকায় শতাধিক ঘোড়া অংশ গ্রহন করে। সন্ধ্যায় বিজয়ী ঘোড়ার মালিকদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। সলঙ্গা ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান সরকারের পরিচালনায় আয়োজক কমিটির সভাপতি ইকবাল হোসেন মন্ডল এর সভাপতিত্বে সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সাধারন সম্পাদক আতাউর রহমান লাভু, সাবেক সভাপতি ও ঘুড়কা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান সরকার, পরিবার পরিকল্পনা অধিদপ্তর-সিরাজগঞ্জ এর উপ-পরিচালক তারিকুল ইসলাম (তারা), সলঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজুল হুদা, সলঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক

আব্দুল আজিজ সরকার, রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ সহ অনেকে। হাজার হাজার দর্শকদের মধ্যে নারী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এ উপলক্ষ্যে বসানো মেলায় ছিল উপচে পড়া ভীড়। প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখা আর গ্রাম এলাকার মানুষদের নির্মল বিনোদন দেয়ার জন্যই প্রতি বছর এ ঘোড় দৌড় প্রতিযোগীতার আয়োজন করা হয় বলে আয়োজক কমিটি জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments