বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় সিজারিয়ান সেকশনে প্রসূতিদের হার বেশি

উল্লাপাড়ায় সিজারিয়ান সেকশনে প্রসূতিদের হার বেশি

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি মায়ের সন্তানের স্বাভাবিক প্রসবের আধুনিক সব ব্যবস্থা রয়েছে। এরপরও সন্তানের স্বাভাবিক প্রসবে প্রসূতিরা বেশি হারে স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে যাচ্ছেন। এদিকে বেসরকারি ক্লিনিকগুলোয় সিজারিয়ান সেকশনে প্রসূতিদের সন্তান ভুমিষ্ট করানোর হার অনেক বেশি। চলতি গোটা জুন এক মাসের হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চেয়ে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে স্বাভাবিক প্রসবকারী প্রসূতির সংখ্যা বেশি। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে প্রসূতি মায়েদের সন্তানের স্বাভাবিক প্রসব করানোর আধুনিক যাবতীয় ব্যবস্থা অনেক আগে থেকেই আছে। সরকারী কমপ্লেক্সটিতে বিনা খরচায় এর সব করা হয়ে থাকে। কমপ্লেক্স সুত্রে, জন মাসে এ কমপ্লেক্সে মোট ৯ জন প্রসূতি মায়ের সন্তানের স্বাভাবিক প্রসব করানো হয়েছে। এদিকে উপজেলা সদরের বেসরকারি প্রতিষ্ঠান কেয়ার হাসপাতাল সূত্রে, গোটা জুন মাসে এ হাসপাতালে সন্তানের স্বাভাবিক প্রসবকারী প্রসূতি মায়ের সংখ্যা ১৫ জন। আর জুন মাসেই সিজারিয়ান সেকশনের মাধ্যমে এ হাসপাতালে ৭১ জন প্রসূতির সন্তান ভুমিষ্ট করানো হয়েছে। একজন প্রসূতির সিজারিয়ান সেকশনে ৫ থেকে ৭ হাজার টাকা এবং স্বাভাবিক প্রসবকারী রোগীর বেলায় দেড় থেকে আড়াই হাজার টাকা নেওয়া হয়ে থাকে। কেয়ার হাসপাতালের এক পরিচালক জানান, শহর কিংবা গ্রামেরই হোক এ হাসপাতালে প্রসূতি মা ও তার সাথে থাকা অভিভাবকদের আগ্রহেই সিজারিয়ান সেকশনের মাধ্যমে সন্তান ভুমিষ্ট করানো হয়ে থাকে। আবার কোন প্রসূতি মায়ের জটিল অবস্থা বুঝে জরুরী ভিত্তিতে সিজারিয়ান সেকশনের মাধ্যমে সন্তান ভুমিষ্টের পরামর্শ দেওয়া হয়। উল্লাপাড়া উপজেলা সদরেই বেসরকারি ৩ থেকে ৫টি হাসপাতাল ও ক্লিনিক পরিচয়ের প্রতিষ্ঠানে প্রসূতি মায়েদের সন্তান প্রসব করানোর ব্যবস্থা রয়েছে। এদিকে খোজ নিয়ে জানা যায়, বিভিন্ন গ্রাম এলাকার গ্রাম্য চিকিৎক পরিচয়ের অনেকেই বেসরকারি ক্লিনিকগুলো সিজারিয়ান সেকশনের মাধ্যমে সন্তান ভুমিষ্টের পরামর্শ উৎসাহ দিয়ে থাকে। উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান জানান, কমিউনিটির ক্লিনিক গুলোয় মা সমাবেশে সন্তানের স্বাভাবিক প্রসবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments