শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাজয়পুরহাটের রাস্তা সংস্কারের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের মানববন্ধন

জয়পুরহাটের রাস্তা সংস্কারের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের মানববন্ধন

এস এম শফিকুল ইসলাম: জয়পুরহাট-মোকামতলা, জয়পুরহাট-আক্কেলপুর-দুপচাঁচিয়া, জয়পুরহাট-বাইপাস-হিলি, সহ অন্যান্য রাস্তা গুলো অবিলম্বে জরুরী ভিত্তিতে সংস্কারের দাবীতে জয়পুরহাটে মানববন্ধন করেছে জয়পুরহাট জেলা পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। রবিবার দুপুরে শহরের জিরো পয়েন্টে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । বক্তারা আগামী ১০ জুলাইয়ের মধ্যে সড়কগুলো সংস্কার না করলে ১১ জুলাই থেকে প্রতিকী অনশনের মাধ্যমে সকাল ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত ধর্মঘট করার হুঁশিয়ারি দেন। এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আনিছুর রহমান লিটন, ট্রাক ট্রাংলড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোশারফ হোসেন সহ জয়পুরহাট জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি, জেলা ট্রাক ট্রাংলড়ি মালিক সমিতি, জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়ন ও জেলা ট্রাক ট্রাংলড়ি শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ। বক্তারা বলেন, জয়পুরহাট জেলা সহ চারটি জেলার হাজার হাজার ভারী পরিবহন চলে এই রাস্তা গুলোর উপর দিয়ে। রাস্তাগুলোর পিচ-খোয়া উঠে গিয়ে বিভিন্ন স্থানে খানা-খন্দক হওয়ায় প্রায় প্রতিনিয়ত দূর্ঘটনায় হতাহতের ঘটনা ছাড়াও আইনী বেড়াজালে পরছেন মোটর শ্রমিকরা। এ ছাড়া গন্তব্যে পৌঁছাতে অধিক সময় ও অতিরিক্ত তেল ব্যায় হওয়া ছাড়াও যানবাহনের যন্ত্রাংশ ভেঙ্গে যাওয়ায় বিকল হচ্ছে পরিবহনের গাড়িগুলো। তাই অনতিবিলম্বে সড়কগুলি সংস্কারের ব্যবস্থা না করলে জেলার সকল রুটে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষনা দেন বক্তরা ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments