আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে নাসির খান (২৫) নামে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও কৃষি সমবায় উপ-কমিটির চেয়ারম্যান ড. মীর্জা জলিলের ভুয়া পিএসকে গ্রেফতার করেছে। শনিবার সকালে থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত নাসির খান উপজেলার বৈদ্যনাথ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। সে দীর্ঘ দিন থেকে মীর্জা জলিলের কন্ঠ ব্যবহার ও তার পিএস পরিচয় দিয়ে এসপি, ডিআইজিসহ বিভিন্ন অফিস আদালতে প্রতারণা করে ফায়দা লুটছিল। এছাড়া, পুলিশ কনষ্টেবল পদে নিয়োগের বিষয়ে কয়েকটি সুপারিশও করে। গত শুক্রবার দুপুরে সে পুলিশ হত্যা, বিভিন্ন অপরাধ নাশকতামূলক কর্মকা-ে দায়েরকৃত মামলার কতিপয় আসামীসহ থানার সামনে পুলিশকে উদ্দেশ্য করে বিভিন্ন অনৈতিক ও উস্কানিমূলক কথাবার্তা বলে। এমনকি, পুলিশকে অশালীন গালি-গালাজ করাসহ ইউনিফর্ম খুলে নেয়ারও হুমকি দেয়। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় নাসির খানকে আটক করা হয়। এরপর ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার করে তাকে আদালতে পাঠানো হয়েছে।