আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়া উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল হালিম শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের হাসানপুরে অভিযান চালিয়ে একটি বাল্যবিয়ে বন্ধ করেন। বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে ভ্রাম্যমান আদালতে মেয়ের বাবা হাসানপুর গ্রামের আব্দুল আলিমকে ১০হাজার টাকা ও ছেলের বাবা হাফিজুর রহমানকে ১০হাজার টাকা জরিমানা করেন। বাল্যবিয়ের খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় বিয়ে বাড়িতে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম। এদিকে একই ইউনিয়নের এদ্রাকপুর তালতলায় হারুনের মেয়ের বাল্যবিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুনজুর এলাহী ও ইউপি সদস্য রন্ধসঢ়;জু বন্ধ করে দেন। এই দু’টি বিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমন্ত্রিত অতিথিরা বিপাকে পড়েন। অতিথিরা দাওয়াত অনুষ্ঠানে উপস্থিত পুলিশী অভিযানে দিক বিদিক ছুটাছুটি করতে থাকেন। সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম জানান, বাল্যবিয়ে রোধ করতে সর্বাত্বক অভিযান চলবে।যে ম্যারিজ রেজিষ্টার বাল্যবিয়ে নিবন্ধন করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।