হুমায়ুন কবির: সাম্রাজ্যবাদ সামন্তবাদ বিরোধী নেতা সাংবাদিক শফিকুল ইসলাম শফিক এর শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে নেত্রকোনা প্রেসক্লাব হলরুমে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) জেলা শাখা এই শোকসভার আয়োজন করেছে
সাম্রাজ্যবাদ সামন্তবাদ ও আমলা দালাল পুঁজি বিরোধী আন্দোলনের সৈনিক, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেত্রকোনা জেলা কমিটির অন্যতম নেতা ও জাতীয় ছাত্রদলের সাবেক নেতা ছিলেন সাংবাদিক শফিকুল ইসলাম শফিক।
অকাল মৃত্যুতে তার আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করবেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেত্রকোনা জেলা আহ্বায়ক জননেতা মতিউর রহমান মাস্টার।
এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক খায়রুল বাশার ঠাকুর খান, সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক নুর উদ্দিন আহমেদ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের ময়মনসিংহ জেলার সভাপতি অ্যাডভোকেট হারুন-অর-রশিদ। এছাড়াও শোক সভায় বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক আলপনা বেগম, মোহনগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রিপন বণিক, সদস্য মোফাজ্জল হোসেন সবুজ, ধরমপাশা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন, প্রয়াতের চাচা নুর উদ্দিন আহম্মেদ নেত্রকোনা জেলা প্রেসক্লাব, বারহাট্টা প্রেসক্লাব, মোহনগঞ্জ প্রেসক্লাব এবং ধর্মপাশা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, আশির দশকে ধর্মপাশা-সুনামগঞ্জ হাওর অঞ্চলে ভাসান পানির আন্দোলন ও কৃষক আন্দোলন গড়ে উঠলে সুনামগঞ্জ অঞ্চল সহ তার পার্শ্ববর্তী অঞ্চলের ছাত্র-যুবক তরুণদের মধ্যে প্রগতিশীল রাজনীতির প্রতি আগ্রহ তৈরি হয়। এর ধারাবাহিকতায় মোহনগঞ্জ-বারহাট্টা অঞ্চলেও নব্বইয়ের দশকে বিভিন্ন ছাত্র তরুণরা প্রগতিশীল রাজনীতিতে অংশগ্রহণ করার পেক্ষাপটে সাংবাদিক শফিকুল ইসলাম শফিক তখন এইচএসসি পড়াকালীন সময়ে জাতীয় ছাত্রদলে যোগদান করেন। ছাত্র রাজনীতি করার সময়ই সাপ্তাহিক সেবায় লেখালেখি করার মাধ্যমে সাংবাদিকতায় তাঁর হাতে খড়ি। এরপর তিনি ভোরের কাগজ ও যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি হিসেবে কাজ করেন। ছাত্র জীবন শেষে পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে তিনি কিছুদিন বিরত থাকেন।
এরপর ২০১১ সালে আবারো তিনি রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করেন এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেত্রকোনা জেলা আহ্বায়ক কমিটি গঠন করার উদ্যোগ গ্রহণ করেন। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নেত্রকোনা জেলা আহ্বায়ক কমিটির তিনি অন্যতম সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ময়মনসিংহ জেলা ও নেত্রকোনা জেলার বিভিন্ন বেসিক ইউনিয়নে শ্রমিকদের বিভিন্ন সমস্যা- সংকটে তাদের সচেতন- সংগঠিত করার কাজ করেন।
সাংবাদিক শফিকুল ইসলাম পত্রিকায় কাজ করার সময় হাওড় অঞ্চলে কৃষকদের বিভিন্ন সমস্যা সমূহ চিহ্নিত করে নিয়মিত লেখালেখি করেন এবং জেলে কৃষকদের আন্দোলন সংগ্রামেও তিনি বিভিন্ন সময় সক্রিয় অংশগ্রহণ করেন।