বাবুল আকতার: নওগাঁর সাপাহারে দুই গ্রাম হিরোইন ও ৫০ গ্রাম গাঁজা সহ রেনু (৩২)নামের এক কুখ্যাত মহিলা মাদক বিক্রেতাকে পুলিশ আটক করেছে। সাপাহার থানার অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুল হাই এর নির্দেশে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ইন্সপেক্টর (ওসি তদন্ত) মনিরুল ইসলামের নেতৃত্বে এস.আই. মোঃ মোজাম্মেল হক,এস আই নয়ন কর,এ এস আই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ সদরের জামান নগর তুড়ি পাড়ায় অভিযান চালিয়ে ওই মাদক বিক্রেতা মহিলা কে আটক করে। আটককৃত মহিলা সদরের জামান নগর তুড়ি পাড়ার রবিদাশ তুড়ির স্ত্রী। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে নওগাঁ কোর্টে প্রেরণ করা হবে বলে পুলিশ জানান ।