মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাবস্তায় করে মাছ নিয়ে যাওয়ার সময় ছেলেধরা সন্দেহে ৬ জেলেকে গণপিটুনি

বস্তায় করে মাছ নিয়ে যাওয়ার সময় ছেলেধরা সন্দেহে ৬ জেলেকে গণপিটুনি

কাগজ প্রতিনিধি: ছেলেধরা সন্দেহে নওগাঁর মান্দা উপজেলায় ছয় জেলেকে গণপিুটনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুসম্বা ইউনিয়নের বুড়িদহ এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোট মাছ ধরার জন্য পুকুর মালিক সনজিত ছয় জেলেকে নিয়ে আসেন। চুক্তি ছিল পুকুর মালিক নেবেন মাছের ৭০ শতাংশ এবং মৎস্যজীবীরা ৩০ শতাংশ নেবে।
সকাল থেকে ছয় জেলে পুকুরে মাছ ধরছিলেন। এসময় তারা তিনটি বড় মাছ গোপনে বস্তার মধ্যে রেখে দেয়।
পরে পুকুর মালিক বিষয়টি বুঝতে পারেন এবং বস্তা দেখতে চাইলে তারা দেখাতে রাজি হচ্ছিলেন না। এক সময় জেলেরা দৌড় দিয়ে পালানোর চেষ্টা করেন। এতেই ঘটে বিপত্তি।
পাড়ার লোকজন ছেলেধরা সন্দেহে চিৎকার দিয়ে তাদের ধরে গণপটুনি দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মান্দা থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, ছেলেধরা বিষয়টি গুজব। বাস্তবে তারা নিরীহ মৎস্যজীবী। তারা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকেন।
মাছ শিকারের জালসহ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বাড়ি সদর উপজেলায় বলে জানান ওসি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments