শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাকাউকে ছেলেধরা সন্দেহ হলে পুলিশে খবর দিন: জয়পুরহাট পুলিশ সুপার

কাউকে ছেলেধরা সন্দেহ হলে পুলিশে খবর দিন: জয়পুরহাট পুলিশ সুপার

এস এম শফিকুল ইসলাম: পদ্মা সেতুতে মাথা ও রক্ত লাগবে, এই গুজবের বিরুদ্ধে জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পিপিএম বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরন করেছেন। বুধবার সকালে রামদেও বাজলা সরকারী লিফলেট বিতরনের সময় জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পিপিএম তার বক্তব্যে বলেছেন, দেশ জুড়ে যে ছেলেধরা সন্দেহে মানুষকে পেটানো হচ্ছে তা আইনের মধ্যে পড়ে না। আপনারা জানেন যে পদ্মা সেতুতে মাথা চাই এমন গুজব ছড়ানো হয়েছিলো। একটি কুচক্রী মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার লক্ষ্যে এসব গুজব ছড়িয়ে বেড়াচ্ছে। আর এই গুজবের ওপর ভিত্তি করেই এসব ঘটনা ঘটছে। জনগনকে সচেতন করতে জয়পুরহাট জেলার সকল স্থানে মাইকিং, পোষ্টার ও লিফলেট বিতরণ করছে পুলিশ। জেলার পুলিশ সদস্যরা সার্বক্ষনিক সজাগ রয়েছে। তিনি আরও বলেন, জনগণকে অনুরোধ করতে চাই যে, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। এমন কাউকে সন্দেহ হলে পুলিশের হাতে তুলে দিন। যদি পুলিশের হাতে তুলে না দিয়ে আইন নিজের হাতে তুলে নেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার উজ্জল কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার) মোঃ সাজ্জাদ হোসেন, জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments