শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় বদলে যাচ্ছে গ্রাম

উল্লাপাড়ায় বদলে যাচ্ছে গ্রাম

সাহারুল হক সাচ্চু: বদলে যাচ্ছে গ্রাম। বদলাচ্ছে গ্রামের মানুষগুলো। গ্রামের সড়ক যোগাযোগ ব্যবস্থার আরো উন্নতি হচ্ছে। কাচা সড়ক পথ হচ্ছে আধা পাকা ও পাকা করণ। গ্রামের সাধারণ পরিবারগুলোর লোকজনের বিভিন্ন পেশায় আয় বেড়েছে। একের পর এক পাকা, আধা পাকা বসতঘর নির্মাণ করা হচ্ছে। বিদ্যুৎ সুবিধায় ফ্রিজ, টেলিভিশন, ডিস লাইনে সংযোগ এখন বলা চলে ঘরে ঘরে। গত ক’বছরের এমন কম বেশি চিত্র সিরাজগঞ্জে উল্লাপাড়া উপজেলার। উল্লাপাড়া উপজেলায় মোট গ্রামের সংখ্যা ৪শ ৩২ টি। এর মধ্যে দুর্গানগর ইউনিয়নে সব চেয়ে বেশি সংখ্যক গ্রাম রয়েছে। গত ক’বছরে ১৪টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় সড়ক পথে যোগাযোগ ব্যবস্থার বেশ উন্নতি হয়েছে। অনেক গ্রামেই পাকা সড়ক পথ হয়েছে। এছাড়া ইট বিছানো সড়কও নির্মাণ হয়েছে। বিভিন্ন এলাকায় ইট বিছানো এবং পাকা সড়ক পথ আরো নির্মাণ হচ্ছে। একেবারে অজগ্রামেও বিদ্যুৎ সুবিধা গেছে। বিদ্যুৎ সুবিধায় ঘরে ঘরে ফ্রিজ, টেলিভিশন হয়েছে। এমনটি ডিস লাইনের সংযোগের সংখ্যা গ্রামগুলোয় দিন যেতেই বাড়ছে। গোটা উপজেলা ছনের ছাউনির কোন ঘর এখন আর চোখে পড়ে না। এদিকে গ্রামের বিভিন্ন পেশার মানুষগুলো এখন আয় বেড়েছে। গ্রামের সাধারন পরিবারের অনেকেই এক পেশায় থাকছেনা। বিভিন্ন ফসলের আবাদ মৌসুমে এরা কৃষি পেশায় মজুরী বিক্রি করে থাকে। আর মাঠে কাজ না থাকলে অন্য পেশা কাজ করে। এদের অনেকেই দল বেধে কাজ করতে অন্য এলাকায় যায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments