বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeশিক্ষা২১ ডিসেম্বর বেতিল উচ্চ বিদ্যালয় কলেজের ৭১ বছরের পুর্নমিলনী

২১ ডিসেম্বর বেতিল উচ্চ বিদ্যালয় কলেজের ৭১ বছরের পুর্নমিলনী

মারুফা মির্জা: সিরাজগঞ্জের অন্যতম মেধাবী বিদ্যাপিঠ এনায়েতপুর থানার বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রাক্তন ছাত্র/ছাত্রীদের আগামী ২১ ডিসেম্বর পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্কুলের সভাকক্ষে উদ্যোক্তা ও এলাকার প্রাক্তন ছাত্রদের নিয়ে এ সভায় জাবির সিনেট সদস্য ও সিরাজগঞ্জ ইকোনমিক জোনের পরিচালক অনুষ্ঠানের আহবায়ক শেখ মনোয়ার হোসেন সম্ভাব্য এ তারিখের ঘোষনা দেন। এ সময় স্কুলের পরিচালনা পরিষদ সভাপতি বিকেএমইএ-এর সাবেক পরিচালক আলহাজ্ব শেখ আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান শিক্ষক আখতারুজ্জামান বাবু, সমাজ-সেবক আব্দুল বাতেন বনিক, জাহাঙ্গীর হোসেন জাহিদ, আব্দুল মান্নান মোল্ল, মনিরুজ্জামান মনি, আবু তারা, রফিকুল ইসলাম, আতাউর রহমান আতা, আব্দুল জলিল তালুকদার, শেখ হাফিজ, প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের অন্যতম আয়োজক বিকেএমইএ-এর সাবেক পরিচালক শেখ মনোয়ার হোসেন আশা প্রকাশ করে বলেন, স্কুলের সভাপতি শেখ আব্দুস ছালাম সহ সবার সার্বিক সহযোগীতায় এ আয়োজন হবে জেলার সবচেয়ে বর্ণাঢ্যময় ও জাতীয় মানের। সম্ভাব্য অতিথির আসনে থাকবেন মাননীয় শিক্ষা মন্ত্রী সহ দেশ বরেণ্য শিক্ষাবিদ। আর গান গেয়ে আনন্দ দেবেন দেশের গুনী শিল্পীরা। স্কুলের কল্যানার্থে এ অনুষ্ঠানের জন্য পুরো অনলাইনের মাধ্যমে রেজিষ্টেশন কার্যক্রম শুরু হবে। আগামী ২৪ আগষ্ট এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হবে। তাই আমাদের স্কুলের দেশ-বিদেশে ছড়িয়ে থাকা প্রাক্তন ছাত্র/ছাত্রীদের নিবন্ধন করার জন্য অনুরোধ করে যাচ্ছে। যোগাযোগ মনিরুজ্জামান মনি ০১৭১২-৮৯০৩৫১।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments