শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাউখিয়ায় এনজিও সংস্থা শেড এর গুদাম থেকে বিপুল পরিমান ধারালো অস্ত্র উদ্ধার

উখিয়ায় এনজিও সংস্থা শেড এর গুদাম থেকে বিপুল পরিমান ধারালো অস্ত্র উদ্ধার

কায়সার হামিদ মানিক: উখিয়ায় এনজিও সংস্থা মুক্তির নির্দেশে তৈরিরত কোটবাজার কামারের দোকান থেকে ৬শ পিচ ধারালো অস্ত্র (নিড়ানী) উদ্ধারের ১০ দিনের ব্যবধানে উপজেলা প্রশাসন মালভিটাস্থ শেডের গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমান ধারালো অস্ত্র উদ্ধার করেছে। তবে সংশিষ্ট কর্তৃপক্ষ বলেছে, আইওএম প্রদত্ত এসব অস্ত্র কৃষি কাজে ব্যবহারে স্থানীয়দের বিতরনের জন্য মজুদ রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এনজিওদের তৈরি ও সরবরাহ করা বিভিন্ন প্রকার অস্ত্র স্থানীয়দের পক্ষে একসময় বুমেরাং হতে পারে। এ ঘটনা নিয়ে এলাকায় তোলপার সৃষ্টি হয়েছে। উখিয়া সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী মেজিষ্ট্রেট মোঃ ফখরুল ইসলামের সাথে আলাপ করা হলে তিনি জানান, বৃহস্পতিবার বেলা ১টার দিকে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে উখিয়া সদর মালভিটাপাড়া এনজিও সংস্থা শেডের ভাড়াটিয়া গুদামে অভিযান চালানো হয়। এ সময় উখিয়া থানার পুলিশের সহযোগীতায় রাম দা ১৭শ টি, বেঞ্চা হাতুড়িসহ ২২শ, হাতুড়ি (লোহার তৈরি হেমার) ১১শ, ষ্টীলের পাস ১২শ, হাত করাত ১২শ, লাঠি ১ হাজার। এছাড়াও রয়েছে ছুরি, চাপাতি, তাঁর-কড়াইসহ আনুসাঙ্গিক যন্ত্রপাতি। একই গ্রামে বসবাসরত হাজী আব্দুল মান্নান জানান, যেসব যন্ত্রপাতি এনজিও সংস্থাগুলো রোহিঙ্গাদের সরবরাহ করছে তা স্থানীয়দের জন্য মারাত্বক ক্ষতিকর। যেকোন পরিস্থিতিতে এসব অস্ত্র হুমকির কারন হয়ে দারাতে পারে। এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে, সহকারী কমিশনার ভূমি জানান, এনজিও সংস্থা শেড সংশিষ্টদের তৈরি ও মজুদ রাখা এসব জিনিসপত্র কি কাজে ব্যবহৃত হবে তার বৈধতা, অনুমতি পত্রসহ যাবতীয় কাগজপত্র উপস্থাপন করতে বলা হয়েছে। এ নিয়ে কথা হয় এনজিও সংস্থা শেডের সম্বন্বয়কারী আবু সরোয়ারের সাথে। তিনি বলেন, দীর্ঘ দিন ধরে তিনি শেডে কাজ করে আসছেন। পর্যটন শহর ইনানীতে বাস্তবায়নাধীন জাতীয় উদ্যানের কাজ করে ইনানীর ধ্বংসাত্বক বনাঞ্চলকে দৃশ্যমান করে তোলেছেন। তিনি বলেন, তাদের আওতাধীন হাজার হাজার পরিবার আর্থিক সুবিধা ভোগ করে বর্তমানে স্বচ্ছল জীবন যাপন করছেন। এসব হত দরিদ্রদের কৃষি, ক্ষেত খামার কাজে ব্যবহার করার জন্য এনজিও সংস্থা আইএমও তাদের সরবরাহ করেছে। তবে এখনও স্থানীয় ক্ষতিগ্রস্থ পরিবারদের কোন প্রকার অনুমতি দেওয়া হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নিকারুজ্জামান চৌধুরী জানান, ইতি পূর্বেও একটি এনজিও সংস্থা থেকে একই ধরনের যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। যেকারনে স্থানীয়দের মাঝে একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি হলেও তা কাটিয়ে উঠা সম্ভব হয়েছে। ইতি মধ্যেই এনজিও সংস্থা শেড থেকে যেসব অস্ত্র ও লোহার তৈরি সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে তা নিয়ে সংশিষ্টদের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments