বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় ক্ষতিগ্রস্থ রেল ব্রীজে ঠেকনা দিয়ে চলছে ট্রেন

উল্লাপাড়ায় ক্ষতিগ্রস্থ রেল ব্রীজে ঠেকনা দিয়ে চলছে ট্রেন

সাহারুল হক সাচ্চু: ঢাকা-ঈশ্বরদী রেল পথের সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মহিষাখোলা কামারপাড়ায় একটি রেল ব্রীজ বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। গত প্রায় এক মাস হলো রেল পথটির ২৯ নম্বর রেল ব্রীজটির ক্ষতি দেখা দিয়েছে বলে জানা যায়। এখন গত দু’দিন হলো চলাচলকারী ট্রেনগুলো গতি কমিয়ে ব্রীজটি পার হচ্ছে। এর আগে ব্রীজটি পার হওয়া কালে ট্রেনগুলো থামিয়ে দিয়ে তারপর খুবই কম গতিতে পার হয়েছে বলে জানা যায়। আজ রোববার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ব্রীজটি দেয়ালে ফাটল ধরেছে। রেল বিভাগ থেকে ক্ষতিগ্রস্থ ব্রীজটির নিচে লোহার এ্যাংগেল, কাঠের স্লিপারের ঠেকনা দেওয়া হয়েছে। সেখানে দায়িত্বরত রেল বিভাগের ওয়ম্যান মোঃ জাহাঙ্গীর আলম বলেন, গত ক’দিনে এ কাজ করা হয়েছে। এরপর থেকে এ রেল পথে চলাচলকারী সবগুলো ট্রেন গতি কমিয়ে ব্রীজটি পার হচ্ছে। সেখানে ব্রীজটির দু’পাশে ট্রেনের গতি সীমা ২০ কিলোমিটার লেখা সাইন বোর্ড লটকানো হয়েছে। তিনি আরো জানান, এ ঠেকনা দেয়ার আগে ট্রেনগুলো থামিয়ে দিয়ে তারপর খুবই কমগতিতে ব্রীজটি পার হয়েছে। জানা গেছে রেল পথে চব্বিশ ঘন্টায় বিভিন্ন গন্তব্যের ১৪টি আন্তঃনগর ট্রেনসহ মালবাহী ট্রেন চলাচল করে থাকে বলে জানা যায়। রেল এর সিরাজগঞ্জ প্রকৌশল বিভাগের সাব এ্যাসিস্টেন্ট ওয়ে কর্মকর্তার বক্তব্য জানতে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments