শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাভারতে পাচারকালে ১৪’শ কেজি ইলিশসহ আটক ৩

ভারতে পাচারকালে ১৪’শ কেজি ইলিশসহ আটক ৩

শহিদুল ইসলাম: ভারতে পাচারকালে যশোরের ১৪ শ’ কেজি ইলিশ মাছের চালানসহ সহ ৩ ব্যক্তিকে আটক করেছে ঝাউডাঙ্গা বর্ডার গার্ড (বিজিবি)।

মঙ্গলবার ঝাউডাঙ্গা বিজিবি চেকপোস্টের সামনে থেকে পিকআপ ভর্তি ইলিশ মাছসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-যশোরের ঝিকরগাছা উপজেলা কুমরী গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে ও শার্শার বাগআঁচড়া বাজারের মাছ ব্যবসায়ী হুমায়ুন কবির আজবাহার (৩৯),বরগুনা জেলার আমতলী থানার টিয়াখালী গ্রামের সানু মিয়ার ছেলে ফেরদৌস বদ (৩৭),পটুয়াখালি জেলার দুমকি থানার পশ্চিম আংগাড়িয়া গ্রামের শাহ আলম তালুকদারের ছেলে বাচ্চু তালুকদার (৩৫)।

৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান সীমান্ত দিয়ে বিপুল পরিমান ইলিশ মাছ ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ঝাউডাঙ্গার বিশেষ চেকপোস্টের হাবিলদার আজিজুল হক সেখানে অভিযান চালায় । এ সময় সেখানে একটি পিকআপকে গতিরোধ করে তাদের চ্যালেঞ্জ করেন । পরে পিকআপে তল্লাশি চালিয়ে বিপুল পরিমান ইলিশ মাছ জব্দ করা হয় এবং ওই ৩ জনকে আটক করা হয় । জব্দকৃত ১৪ শ’ কেজি ইলিশ মাছসহ পিকআপের মূল্য ১৪ লাখ টাকা বলে জানান তিনি। বিজিবি অধিনায়ক আরও জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments