শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাচান্দিনায় সহকারী স্বাস্থ্য পরিদর্শকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

চান্দিনায় সহকারী স্বাস্থ্য পরিদর্শকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ওসমান গনি: কুমিল্লার চান্দিনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. ইউনুস মিয়া (৩২) এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বুধবার (৯ অক্টোবর) দুপুরে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বক্তৃতা করেন- স্বাস্থ্য পরিদর্শক মো. আবুল হাসেম, নার্সিং ইনচার্জ মোসা. নিলুফা আক্তার, বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন চান্দিনা শাখার সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, এম টি (ইপিআই) মো. জাহাঙ্গীর আলম, চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার শিল্পী রানী দত্ত, বাংলাদেশ সি এইচ সি পি এসোসিয়েশন চান্দিনা শাখার সভাপতি রাসেল আহমেদ, প্রধান সহকারী মো. রেজাউল করিম। এসময় উপজেলার সকল স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক, সিএইচসিপি নার্স, সাকমো ও চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে গত ৩ অক্টোবর মহিচাইল ইউনিয়নের মহিচাইল উপ-স্বাস্থ্য কেন্দ্রে ইপিআই টিকার কাজে নিয়োজিত থাকা অবস্থায় মহিচাইল এলাকার জনৈক এক ব্যক্তি সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. ইউনুস মিয়াকে মারধর করেন। ওই ঘটনায় একই দিন বিকেলে হামলাকারী ব্যক্তির শাস্তির দাবি জানিয়ে চান্দিনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

 

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments